বাংলা নিউজ > বায়োস্কোপ > Nabanita Das: ‘পঞ্চমী’ থেকে বাদ,লুক সেটের পরও সাধক রামপ্রসাদে শিকে ছিঁড়ল না! বিরক্ত নবনীতা

Nabanita Das: ‘পঞ্চমী’ থেকে বাদ,লুক সেটের পরও সাধক রামপ্রসাদে শিকে ছিঁড়ল না! বিরক্ত নবনীতা

নবনীতা দাস

Nabanita Das: একের পর এক সিরিয়াল থেকে বাদ পড়ছেন নবনীতা! সময়টা মোটে ভালো যাচ্ছে না জিতুর ‘অর্ধাঙ্গিনী’র। কেন ঘটছে এমনটা? নীরবতা ভাঙলেন অভিনেত্রী। 

একের পর এক সিরিয়াল থেকে শেষ মুহূর্তে বাদ পড়ছেন অভিনেত্রী নবনীতা দাস! সময়টা মোটেই ভালো যাচ্ছে না জিতু কমল পত্নীর। লুক সেট হওয়ার পরেও কিছুতেই নতুন প্রোজেক্ট হাতে আসছে না ‘মহাপীঠ তারাপীঠ’ খ্য়াত অভিনেত্রীর। স্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালে প্রথম সুস্মিতা দে-র জায়গায় অভিনয় করার কথা ছিল নবনীতার। প্রোমো শ্যুটের আগের দিন বাদ যান নায়িকা। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি!

টেলিপাড়া সূত্রের খবর জলসার আসন্ন মেগা ‘সাধক রামপ্রসাদ' থেকেও বাদ পড়েছেন নবনীতা। সুরিন্দর ফিল্মসের এই মেগার সঙ্গে ছোটপর্দায় ফিরছেন ‘বামদেব’ সব্যসাচী চৌধুরী। খবর, শ্যামার চরিত্রের জন্য নাকি শুরুতে নবনীতার কাছে প্রস্তাব গিয়েছিল। তবে এবারও খালি হাতেই ফিরলেন অভিনেত্রী! জানা গিয়েছে এই সিরিয়ালে শ্যামার চরিত্রে অভিনয় করবেন পায়েল দেব।

গোটা বিষয় নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নবনীতা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমিও বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে!’ পঞ্চমী থেকে বাদ পড়া প্রসঙ্গে নবনীতা বলেন, ‘সাহানাদি মনে হয় একটু নতুন মুখ চাইছিলেন।' সঙ্গে জানান, সাধক রামপ্রসাদের ক্ষেত্রে লুক সেট হয়ে গিয়েছিল তাঁর। প্রোমোর জন্য শ্যুটিংয়ের তারিখও নেওয়া হয়েছিল তাঁর থেকে। ৩০শে ডিসেম্বর শ্যুটিং-এর তারিখ পাকা ছিল, ২৯ তারিখ তাঁকে ফোন করে জানানো হয় এই প্রোজেক্টের অংশ হচ্ছেন না নবনীতা।

অভিনেত্রীর সংযোজন, ‘এই কয়েকবছরে এগুলো এতো ঘটেছে যে আজকাল আর খারাপ লাগে না। কিন্তু কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না’। ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালের সুবাদে রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন নবনীতা। এই সিরিয়ালের সেটেই জিতুর সঙ্গে তাঁর প্রেম কাহিনির শুরু। ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে স্টার জলসার রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে। স্বামী জিতু কমলের সঙ্গে এই কপল ডান্স রিয়ালিটি শো-তে অংশ নিয়েছিলেন নবনীতা।

গতমাসেই একদম অপ্রত্যাশিত কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই দম্পতি। নিমতা এলাকায় তাঁদের গাড়িকে ধাক্কা মারে পণ্যবাহী গাড়ি। এরপর থানাতেই ঘাতক গাড়ির চালকের বন্ধুদের হাতে খুন ও ধর্ষণের হুমকি পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নবনীতা।

প্রসঙ্গত, টেলিপাড়া সূত্রে খবর ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকে সব্যসাচীর স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন সুস্মিলি আচার্য। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী। প্রোমোর শ্যুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নতুন বছরে সব্যসাচীকে ‘রামপ্রসাদ’ হিসাবে পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা।

 

বন্ধ করুন