বাবা সিদ্দিক কেবল তাঁর রাজনৈতিক পরিচিতির জন্যই নন, বরং বন্ধুত্বের অটুট বন্ধনের জন্যও বিখ্যাত ছিলেন। শ্রদ্ধেয় প্রবীণ NCP নেতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশ্য যাত্রা করেছেন। তাঁর এই চলে যাওয়া শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর মৃত্যু অনেকেই ভেঙে পড়েছেন। বাবা সিদ্দিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বি-টাউন। তাঁর এই চলে যাওয়ায় ভেঙে পড়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউড অভিনেতা সলমন খানও। সলমন খান এবং বাবা সিদ্দিক দুই দশকেরও বেশি সময় ধরে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।
বলিউডের 'সুলতান'কে প্রতিবছর বাবা সিদ্দিকের বার্ষিক ইফতার পার্টিতে যোগ দিতে দেখা যেত, একসঙ্গে তাঁরা ইফতার পার্টি উপভোগ করতেন। তাঁরা খারাপ ভালো যে কোনও পরিস্থিতিতেই একে অপরের পাশে দাঁড়াতেন। কাজেই তাঁদের মধ্যে যে কতখানি ভালো সম্পর্ক ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তাই খুব স্বাভাবিক ভাবেই সলমন খানের পক্ষে তাঁর ঘনিষ্ঠ বন্ধুর মৃতদেহ দেখা এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানানো খুব একটা সহজ কাজ ছিল না।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মাঝেই বিজয়াতে লালে রাঙা আরাত্রিকা-আর্য! সম্পর্কে শিলমোহর দিলেন কি?
উপরন্তু ছিল বাড়তি চাপ, কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং সলমন খানকে সরাসরি হুমকি দিয়েছিল বাবা সিদ্দিকের শেষ যাত্রায় অংশগ্রহণ না করার জন্য। কিন্তু তার সত্ত্বেও তাঁর প্রিয় বন্ধুর শোকাহত পরিবারের পাশে সংহতি জানাতে বাবা সিদ্দিকের বাসভবনে পৌঁছেছিলেন অভিনেতা।
শোনা গিয়েছে সলমন জিশান অর্থাৎ বাবা সিদ্দিকের ছেলে সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালো গাড়িতে করে বাবা সিদ্দিকের বাড়িতে পৌঁছে ছিলেন অভিনেতা। পুলিশের একটি গাড়ি সলমনের গাড়িটিকে খুব কাছ থেকে পাহাড়া দিচ্ছিল। অভিনেতা যখন বাবা সিদ্দিকের বাড়ি থেকে বের হচ্ছিলেন, বিশাল ভিড়ের মধ্য দিয়ে, তখন তাঁর জন্য পথ তৈরি করে দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেইসময় অভিনেতাকে অশ্রুসজল চোখে দেখা গিয়েছে। অভিনেতা একটি শব্দ উচ্চারণ না করলেও, তাঁর চোখে মুখে লেগেছিল দুঃখ।
আরও পড়ুন: ‘বহুরূপী’র গানে জমিয়ে ভাসান ডান্স কৌশানীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে মাতলেন সিঁদুর খেলাতেও
সলমনের আসার কয়েক ঘন্টা আগে, তাঁর পরিবারের সদস্যরা অর্থাৎ সোহেল খান, অর্পিতা খান, আলভিরা এবং অন্যান্যরা প্রয়াত এনসিপি নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন।
হৃদয়বিদারক খবর এবং সলমন খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি হুমকির পরে, অভিনেতা তাঁর নিরাপত্তা বাড়িয়ে নিয়েছিলেন। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুসারে, একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে অভিনেতা এবং তাঁর পরিবার এই পরিস্থিতির জন্য সমস্ত ব্যক্তিগত বৈঠক বাতিল করেছেন। এমনকি সলমনের বন্ধুরাও তাঁর সঙ্গে দেখা করা থেকে বিরত রয়েছেন।