বাংলা নিউজ > বায়োস্কোপ > Nora Fatehi: পিঙ্কি ইরানির গ্রেফতারির পর ফের ইডির জেরার মুখে নোরা, সুকেশ মামলায় নতুন তথ্য?

Nora Fatehi: পিঙ্কি ইরানির গ্রেফতারির পর ফের ইডির জেরার মুখে নোরা, সুকেশ মামলায় নতুন তথ্য?

নোরা ফতেহি

Nora Fatehi: ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় বুধবারই গ্রেফতার হয়েছেন পিঙ্কি ইরানি। আবারও জিজ্ঞাসাবাদের মুখে নোরা। 

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় দু-দিন আগেই গ্রেফতার হয়েছেন আরও এক অভিযুক্ত। পিঙ্কি ইরানিকে গ্রেফতার করেছে ইডি। এর মাঝেই ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ল নোরা ফতেহি-র। এই বলিউড তারকা শুক্রবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)-এর আধিকারিকদের সামনে হাজিরা দিলেন। ৩০ বছর বয়সী মরোক্কান-কানাডিয়ান সুন্দরীকে এর আগেও একাধিকবার এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

সুকেশ মামলাকে ঘিরে উত্তাল দিল্লির রাজনীতি। আপ এবং বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুড়ি। এর আগে সেপ্টেম্বর মাসে ইডির জেরা মুখে পড়েছিলেন বলিউডের সাকি গার্ল। সেইসময় তদন্তকারীদের নোরা জানান, ওই ইভেন্ট সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। ‘চেন্নাইয়ের যে ইভেন্টে তাঁকে (নোরাকে) ডাকা হয়েছিল সেটার সঙ্গে অপরাধী চক্রের যোগ রয়েছে তা জানতেন না নোরা। তবে দামী গাড়ি-সহ অনান্য উপহারে ব্যাপারটি তদন্ত সাপেক্ষ’, জানিয়েছিলেন দিল্লি পুলিশের স্পেশ্যাল সিপি (ক্রাইম) রবীন্দ্র যাদব।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় দু-দিন আগেই গ্রেফতার হয়েছেন আরও এক অভিযুক্ত। পিঙ্কি ইরানিকে গ্রেফতার করেছে ইডি। এর মাঝেই ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ল নোরা ফতেহি-র। এই বলিউড তারকা শুক্রবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)-এর আধিকারিকদের সামনে হাজিরা দিলেন। ৩০ বছর বয়সী মরোক্কান-কানাডিয়ান সুন্দরীকে এর আগেও একাধিকবার এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। 

সুকেশ মামলাকে ঘিরে উত্তাল দিল্লির রাজনীতি। আপ এবং বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুড়ি। এর আগে সেপ্টেম্বর মাসে ইডির জেরা মুখে পড়েছিলেন বলিউডের সাকি গার্ল। সেইসময় তদন্তকারীদের নোরা জানান, ওই ইভেন্ট সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। ‘চেন্নাইয়ের যে ইভেন্টে তাঁকে (নোরাকে) ডাকা হয়েছিল সেটার সঙ্গে অপরাধী চক্রের যোগ রয়েছে তা জানতেন না নোরা। তবে দামী গাড়ি-সহ অনান্য উপহারে ব্যাপারটি তদন্ত সাপেক্ষ’, জানিয়েছিলেন দিল্লি পুলিশের স্পেশ্যাল সিপি (ক্রাইম) রবীন্দ্র যাদব।

|#+|

নোরা,জ্যাকলিনদের সঙ্গে সুকেশের আলাপ করিয়ে দেওয়া ‘মিডলম্যান’ পিঙ্কি এখন জেলে। গত মাসে এই মামলার অপর অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজের জামিন মঞ্জুর করেছে দিল্লির পাতিয়ালা কোর্ট। গত অগস্ট মাসে দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত হিসাবে নাম জুড়ে দেয় জ্যাকলিনের। নোরার নাম এই মামলাতে জড়ালেও চার্জশিটে অভিযুক্ত হিসাবে রাখা হয়নি তাঁকে। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর আওতায় ইডি আধিকারিকদের সামনে আগেই বয়ান নথিভুক্ত করেছেন নোরা, তবুও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। পিঙ্কির গ্রেফতারির পর কি তদন্তকারীদের হাতে এসেছে নতুন কোনও তথ্য? তা যাচাই করতেই কি ফের ডাক পড়ল নোরার? উঠছে প্রশ্ন। 

ইডির দাবি সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে কোটি কোটি টাকা হাতিয়েছেন অভিযুক্ত ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল।

 

 

বন্ধ করুন