মাত্র ২৮ বছর বয়সেই করিনা কাপুর, দীপিকা পাডুকোন থেকে আলিয়া ভাট -সহ বি-টাউনের তাবড় তাবড় সব অভিনেত্রীদের নাকি পিছনে ফেলে দিয়েছেন রশ্মিকা মন্দন্না? রণবীর কাপুর হোক কিংবা অমিতাভ বচ্চন বড় বড় সব তারকারা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। দক্ষিণী ছবি হোক বা বলিউড সব কিছুতেই মাত দেওয়া এই অভিনেত্রী নাকি বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী নায়িকা? এর পিছনের সত্যতা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রশ্মিকা।
'পুষ্পা ২: দ্য রুল' -এর তারকা রশ্মিকা মন্দন্না বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেত্রীদের ছাড়িয়ে নাকি ভারতের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন! স্যোশাল মিডিয়ায় এমনই খবর ছড়িয়ে পড়েছিল। আর এবার রশ্মিকা নিজেই সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: অনন্যার বোন রাইসার CV ভাইরাল! তাঁর কাজের অভিজ্ঞতা দেখে হুলুস্থুল নেটপাড়ায়
রশ্মিকা মন্দন্না সম্প্রতি তাঁর নতুন ছবির প্রচারের জন্য গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) ২০২৪- এর শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি তাঁর আসন্ন সিনেমা 'পুষ্পা ২: দ্য রুল' নিয়ে কথা বলেছেন। পাশাপাশি নায়িকা তাঁর পারিশ্রমিক নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছিল তা নিয়েও মুখ খোলেন। তাঁর মতে এটি আসলে গুজব।
তবে এই ইভেন্টে 'পুষ্পা ২: দ্য রুল' -এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তথা নায়ক অভিনেতা আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার উপস্থিতি থাকতে পারেননি। সেই বিষয়েও নায়িকা কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তাঁরা 'পুষ্পা ২: দ্য রুল' -এর চূড়ান্ত সম্পাদনা নিয়ে ব্যস্ত, সেই কারণে তাঁরা উপস্থিত হতে পারেনি। আল্লু অর্জুনের জয়ের পর তিনি 'পুষ্পা ২'- এর জন্য জাতীয় পুরস্কার জিততে পারেন কিনা? তা তিনি কতখানি আশাবাদী? এই প্রশ্নের উত্তরে রশ্মিকা হেসে উত্তর দেন, ‘হোপফুলি (আশা করি)’।
আরও পড়ুন: কালী দর্শনে দিলজিৎ, কলকাতা কনসার্টের আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন, করলেন ধ্যান
'পুষ্পা ২: দ্য রুল' হল ২০২১ সালের ব্লকবাস্টার হিট 'পুষ্পা: দ্য রাইজ'- এর একটি বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। সুকুমার পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।
অন্যদিকে, রশ্মিকা মন্দনাও 'কুবের'- এ ধনুশ এবং নাগার্জুন আক্কিনেনির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়াও তিনি 'ছাবা' ছবিতে ভিকি কৌশলের বিপরীতে রয়েছেন। এই ছবিটিও ৬ ডিসেম্বরে মুক্তির কথা ছিল। কিন্তু 'পুষ্পা ২: দ্য রুল' -এর সঙ্গে সংঘাত এড়িয়ে চলার জন্য ছবিটি আগামী বছরের ফেব্রুয়ারী মাসে মুক্তি পাবে। এছাড়াও 'সিকান্দার'- এ সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।