সইফ আলি খানকে ছুরি মেরেছে এক দুষ্কৃতী, সেই নিয়ে প্রশ্ন করা হলে উর্বশী রাউতেলা ব্যস্ত ছিলেন নিজের ‘বড়লোকি চাল’ নিয়ে। মা-বাবার দেওয়া লাখ টাকার উপহার শো-অফ করে চরম ট্রোলের মুখে পড়েন নায়িকা। অনেকেই তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন। সেই ঘটনায় আগেই বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন উর্বশী। কিন্তু তাতেও বিতর্ক থামেনি।
ফিল্মফেয়ারের সাথে কথা বলার সময়, অভিনেত্রী তার উদ্দেশ্য সম্পর্কে ফের সাফাই দিলেন। অভিনেত্রী জানান, সেই সময় সইফের সঙ্গে কী ঘটেছিল সে সম্পর্কে তিনি 'অজ্ঞাত' ছিলেন।
উর্বশী রাউতেলার সাফাই
উর্বশী স্বীকার করেছেন যে তিনি যেভাবে সইফের উপর হামলা সম্পর্ক প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা ঠিক নয়, তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোর চারটেয়, আমার ইন্টারভিউ হয়েছে সকাল ৮টায়। তাই আমি একেবারেই নির্বিকারছিলাম। আমার শুধু এটুকু মনে আছে, আমি যখন জেগে উঠছিলাম, তখন কেউ একজন আমাকে বলেছিল যে সইফ আঘাত পেয়েছে। সে কীভাবে আঘাত পেল কিংবা সেই আঘাতের তীব্রতা নিয়ে আমি কিছুই জানতাম না। আমার সব শুভকামনা তাঁর সাথে রয়েছে। এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন, এখনও আমি সঠিকভাবে জানি না কী ঘটেছিল। প্রত্যেকে একটি ভিন্ন গল্প বলছে, তাই আমি কী বিশ্বাস করব বা কী উত্তর দেব তা জানি না’।
অভিনেত্রী আরও বলেছিলেন যে তাঁর তেলুগু চলচ্চিত্র ডাকু মহারাজের সাফল্য উদযাপনের জন্য সাক্ষাত্কারগুলি সারিবদ্ধভাবে রাখা হয়েছিল এবং সেই কারণেই তিনি ছবির প্রসঙ্গ টেনে আনেন। উর্বশী বলেন, 'আমি আমার ছবি 'ডাকু মহারাজ'-এ ফিরে আসি কারণ সাক্ষাৎকারগুলো ছিল সেই ছবির সাফল্য উদযাপনের জন্য। কেউ কেউ যা ভাবছেন, আমি সেই ডাকাত (অনুপ্রবেশকারী) মাহারাজ হিসেবে উল্লেখ করছি না। আমি আমার বাবা-মাকে ভালোবাসি; আমি মনে করি তারা আমার ঈশ্বর। আমি যে ধরণের উপহার পেয়েছি তাতে আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমরা হিন্দিতে বলি না, জোশ মে হোশ খো দেনা। আমরা সঙ্গেও সেটাই ঘটেছিল, আমি জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম'।
উর্বশী সইফকে নিয়ে কী বলেছিলেন?
বান্দ্রার বাড়িতে সইফকে ছুরিকাঘাত করা নিয়ে প্রশ্ন করা হলে উর্বশী বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। এখন, ডাকু মহারাজ বক্স অফিসে ১০৫ কোটি টাকা ছাড়িয়েছে এবং আমার মা আমাকে এই হিরে-খচিত রোলেক্স উপহার দিয়েছেন, যখন আমার বাবা আমাকে আমার আঙুলে এই মিনি ঘড়িটি উপহার দিয়েছেন, তবে এটা প্রকাশ্যে পড়ে বেড়ানোর মতো আত্মবিশ্বাসী নই। নিরাপত্তাহীনতা রয়েছে যে কেউ আমাদের আক্রমণ করতে পারে। যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
গত ১৭ জানুয়ারি নিজের অ্যাপার্টমেন্টে সইফের ওপর হামলা চালায় এক অনুপ্রবেশকারী। মেরুদণ্ড ও ঘাড়ের কাছে আঘাতের জন্য লীলাবতী হাসপাতালে একাধিক অস্ত্রোপচারের পরে, ২১ শে জানুয়ারি হাসপাতাল থেকে ছুটি পান সইফ। এখন সুস্থ রয়েছেন অভিনেতা। ঘটনার তিনদিনের মাথাতেই মুম্বই পুলিশ গ্রেফতার করে শরিফুল নামের ওই অনুপ্রবেশকারীকে। সে বাংলাদেশের নাগরিক।