সোমবার সকাল সকাল অভিনয় থেকে অবসর ঘোষণা করে হইচই ফেলে দিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ২০২৪ সালে টুয়েলভথ ফেল, সবরমতী রিপোর্টের মতো সাড়া জাগানো ছবিতে অভিনয়ের পর মাত্র ৩৭ বছরেই বিক্রান্তের স্বেচ্ছা অবসর হজম হচ্ছে না কারুর। আরও পড়ুন-‘সত্যিটা সামনে আসছে…’, বিক্রান্তের 'সবরমতী রিপোর্ট'-এর প্রশংসায় পঞ্চমুখ মোদী
এর মাঝেই সোমবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবরমতী রিপোর্ট দেখলেন অভিনেতা। হাজির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা অভিনীত ছবি দেখে মুগ্ধ মোদী। এক্স হ্যান্ডেলে সে কথা জানালেন প্রধানমন্ত্রী।
সংসদ গ্রন্থাগার ভবনের বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সাংসদদের সঙ্গে বসে সবরমতী রিপোর্ট উপভোগ করলেন মোদী। সেই ছবি পোস্ট করে তিনি চলচ্চিত্র নির্মাতাদের প্রশংসা করেন। তিনি লেখেন, 'সবরমতী রিপোর্ট'-এর স্ক্রিনিংয়ে এনডিএ সাংসদদের সঙ্গে যোগ দিলাম। আমি চলচ্চিত্রের নির্মাতাদের কুর্নিশ জানাই, এই প্রয়াসের জন্য'। সূত্রের খবর, ছবি দেখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী।
স্ক্রিনিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্রান্ত জানান, মোদীর সঙ্গে সিনেমাটি দেখার অভিজ্ঞতা অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই অভিজ্ঞতাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ সময় বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী, সব ক্যাবিনেট মন্ত্রী ও অনেক সংসদ সদস্যের সঙ্গে ছবিটি দেখেছি। সে এক অন্যরকম অভিজ্ঞতা। আমি এটি ভাষায় প্রকাশ করতে পারব না কারণ আমি খুব খুশি ... এটি আমার ক্যারিয়ারের শীর্ষ পয়েন্ট কারণ আমি প্রধানমন্ত্রীর সাথে আমার চলচ্চিত্র দেখার সুযোগ পেয়েছি’।
সিনেমা নিয়ে কী বললেন কঙ্গনা?
বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও। তিনি বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ সিনেমা। আপনার পরিবারের সাথে যান এবং এটি দেখুন। দেখলেই বোঝা যায়, কীভাবে ঘটনা গোপন করা হয়েছে। কংগ্রেস সরকার কীভাবে চিতায় রাজনীতির রুটি বেঁধেছিল?
সবরমতী রিপোর্ট সম্পর্কে
সবরমতী রিপোর্ট পরিচালনা করেছেন ধীরজ সরনা এবং বালাজি মোশন পিকচার্স, ভিকি ফিল্মস এবং জি স্টুডিওর ব্যানারে তৈরি হয়েছে এই ছবি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগানোর ঘটনাকে ঘিরেই 'সবরমতী রিপোর্ট'। ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং তখন থেকে বক্স অফিসে ইতিমধ্যেই ৩৫.৫৬ কোটি টাকা আয় করেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং ওড়িশার মতো রাজ্যেও ছবিটি করমুক্ত ঘোষণা করা হয়েছে।
বিক্রান্ত ম্যাসি অবসর
এদিন ইনস্টাগ্রাম পোস্টে স্বেচ্ছাঅবসরের কথা জানিয়ে বিক্রান্ত লেখেন, 'বিগত কিছু বছর দুর্দান্ত কেটেছে। আপনাদের এত সাপোর্টের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাই। কিন্তু আমি জীবনে এগোতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এসেছে এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে। তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। আবার যতদিন না সঠিক সময় মনে হচ্ছে। শেষ দুটো ছবি আর অনেক বছরের স্মৃতি। সবাইকে ধন্যবাদ সব কিছুর জন্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।'