Feluda: টোটা, আবির, পরম নাকি ইন্দ্রনীল : সব্যসাচীর পর ফেলুদা হিসেবে কে বেশি নজর কেড়েছেন?
Updated: 17 Dec 2024, 04:34 PM ISTFeluda: বঙ্গবাসীর কাছে ফেলুদা কেবল একটা চরিত্র নয়। একটা নস্টালজিয়া, একটা আবেগ। কখনও সৌমিত্র চট্টোপাধ্যায়, কখনও সব্যসাচী চক্রবর্তী তো কখনও আবার পরমব্রত বা আবির অভিনয় করেছেন এই চরিত্রে। কিন্তু সব্যসাচী চক্রবর্তীর পর কোন অভিনেতা এই চরিত্রে নজর কেড়েছেন সব থেকে বেশি?
পরবর্তী ফটো গ্যালারি