টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’-এর নাকি ঘর ভাঙছে। ইতিমধ্যেই সামনে এসেছে যিশুর জীবনের অন্য নারীর ছবি। আপ্তসহায়ক শিনাল সূর্তির সঙ্গে যিশুর প্রেমের গুজব নিয়ে তোলপাড় টলিপাড়া। বাবা-মা'র সম্পর্ক নিয়ে যখন সংবাদমাধ্যমে এত আলোচনা তখন মেয়েরাই বা চুপ থাকেন কী করে!
সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করেছেন বড় মেয়ে সারা। মায়ের পক্ষ নিয়ে বলেছেন, ‘খেলায় সবচেয়ে শক্তিশালী’। দিদির পর এবার মা-কে আগালালো ছোট মেয়ে জারা। তাঁর বয়স এখন সবে ১২। এখনও বুঝদার হয়নি দিদির মতো। তবুও স্পষ্ট জানালো তাঁর চোখে মা-ই সবচেয়ে শক্তিশালী মানুষ। এত কঠিন সময়ের মধ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন নীলাঞ্জনা।
খারাপের মাঝেই আশার আলো হয়ে ফুটেছে ‘হর গৌরী পাইস হোটেল’। সম্প্রতি ৬০০ পর্ব পার করল স্টার জলসার এই মেগা। তাতেই খুশি নীলাঞ্জনা। সোশ্যালে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছোট মেয়ে জারা লেখেন, ‘তোমায় নিয়ে গর্বিত…’। এরপর মায়ের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে জারা লেখেন, ‘স্ট্রংগেস্ট পার্সন যাঁকে আমি চিনি…'। কোনও পার্টির ফাঁকে তোলা সেই ছবিতে মা-কে জাপটে রয়েছে জারা।
মেয়ের কাছ থেকে এমন আবেগঘন বার্তা পেয়ে খানিক নিশ্চিন্ত নীলাঞ্জনা। পালটা জবাবে তিনি লেখেন, ‘চিনি সোনা মা আমার, তুই তো আমার শক্তি’। মা-বাবার সম্পর্কের টানাপোড়েনের মাঝে ইতিমধ্যেই নিজের পক্ষ বেছে নিয়েছে যিশু-নীলাঞ্জনার দুই মেয়েই। এর আগেই বড় মেয়ে সারা ইনস্টাগ্রাম স্টোরিতে বার্তা দেন ‘অতীত ভুলতে হবে…’।
যিশুর সঙ্গে শিনালের আলাপ প্রায় এক দশকের। টলিপাড়ায় আগুন গতিতে খবর ছড়িয়েছে মুম্বইয়ে বেশ কয়েকমাস নাকি একসঙ্গে থাকছিলেন যিশু-শিনাল। লিভ ইনের খবর নীলাঞ্জনার কানে আসতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন নীলাঞ্জনা, সঙ্গে মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবি। এখন তিনি শুধুই নীলাঞ্জনা। পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবিই ডিলিট করেছেন তিনি।
খবর, খাদানের শ্যুটিংয়ে কলকাতায় এলেও লেক গার্ডেন্সের বাড়িতে থাকেননি যিশু। দুজনের মধ্যেকার ফাটল আরও গভীর হয়েছে। তবে প্রকাশ্যে এই নিয়ে এখনও কোনও শব্দ খরচ করেননি দুজনেই। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ চর্চায় স্তম্ভিত অনেকেই। কারণ এই জুটির মতো হাসিখুশি আর একসঙ্গে জুড়ে থাকা দম্পতি খুব কমই চোখে পড়ে। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর যে ভুয়ো নয়, সারা-জারার পোস্টে সেই জল্পনা আরও ঘনীভূত হল!