বিয়েতে দিদি, আর্শীবাদে মোদী! অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের ষোলকলা পূর্ণ হল শনিবার রাতে। ব্যস্ততার কারণে শুক্রবার অনন্ত-রাধিকার বিয়েতে পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রী। তবে শনিবার সময়বার করে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে ও ছোট বউমাকে আর্শীবাদ দিতে পৌঁছালেন নমো।
এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পৌঁছান খোদ মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। জোরহাতে সকলকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। সাদা কুর্তার উপর মোদী কোটে দেখা মিলল প্রধানমন্ত্রীর। পাশে সাদা বন্ধগলায় হাসিমুখে মুকেশ আম্বানি। বিয়ের অন্যান্য অনুষ্ঠানের মতো এদিনও রাজকীয় সাজে নীতা।
শনিবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির সচিবালয় আইএনএস টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পৌঁছান বিয়ের অনুষ্ঠানে।
মোদীকে দেখা মাত্রই খুশির ঝিলিক অনন্ত-রাধিকার মুখে! মুকেশ-নীতার ছোট ছেলের কীর্তি দেখে ধন্য ধন্য করছেন নেটিজেনরা। এদিন মোদীর পা ছুঁয়ে প্রণাম করল আম্বানি পরিবারের ছোট ছেলে। এরপর মোদীর চরণ ছুঁয়ে আর্শীবাদ নেয় নতুন বউ রাধিকা। প্রাণ ভরে দুজনকে আর্শীবাদ করেন মোদী। রাধিকার মাথায় হাত রেখে তাঁর সিঁথির সিঁদুর অটুট থাকার মঙ্গল আর্শীবাদ করেন প্রধানমন্ত্রী।
নিয়ম মেনেই নবদম্পতিকে আর্শীবাদ করেন মোদী। এরপর হাতে তুলে দেন উপহার। রুপোর থালায় সাজিয়ে ঈশ্বরের ছবি নবদম্পতিকে উপহার দেন প্রধানমন্ত্রী। ঠাকুরের সেই ছবি মাথায় ঠেকিয়ে আর্শীবাদ গ্রহণ করেন অনন্ত-রাধিকা। এরপর ফের মোদীর পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা যায় অনন্তকে। মোদীর আগমন তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে স্বভাবতই খুশিতে ডগমগ আম্বানির ২৯ বছরের পুত্র।
ছেলে-বউমাকে যখন মোদী আর্শীবাদ দিচ্ছেন তখন মঞ্চের আরেক পাশে হাতজোর করে দাঁড়িয়ে রয়েছেন নীতা ও মুকেশ। এরপর মোদী এগিয়ে আসেন তাঁদের দিকে। প্রধানমন্ত্রীর হাতে মাথা ঠেকিয়ে তাঁকে ধন্য়বাদ জানান এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। শুধু পাত্রের বাবা-মা'কেই নয়, নিজে এগিয়ে গিয়ে রাধিকার বাবা-মা'র সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মোদী।
এরপর মঞ্চ থেকে নেমে ধর্মগুরুদের দিকে হেঁটে যান প্রধানমন্ত্রী। এরপর শঙ্করাচার্যের পা ছুঁয়ে আর্শীবাদ নেন মোদী। এরপর ধীরে ধীরে অন্যান্য ধর্মগুরুদের থেকে আর্শীবাদ গ্রহণ করেন।
এদিন হ্যান্ডপ্রিন্টেট গোলাপি লেহেঙ্গায় নজরকাড়া রাধিকা। এদিনও আবু জানি ও সন্দীপ খোসলার নকশাকাটা পোশাকেই দ্যুতি ছড়ালেন আম্বানিদের বহুরানি। সোনার কাজে মোড়া মেরুণ রঙা বন্ধগলায় আর্শীবাদে সাজলেন অনন্ত।
রাজনীতিবিদ চিরাগ পাসোয়ান, হেমা মালিনী, রবি কিষাণ, পবন কল্যাণ, চন্দ্রবাবু নাইডুরা এদিন পৌঁছেছেন অনন্ত-রাধিকার শুভ আর্শীবাদে।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির কনিষ্ঠ পুত্র অনন্ত, বিয়ে করেছেন তাঁর ছেলেবেলার বান্ধবী রাধিকাকে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।