একে মেয়ে বিয়ে করেছে ভিন-ধর্মে, তারপর আবার রামায়ণ নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর। সবটা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ খান্না শত্রুঘ্ন সিনহা ও তাঁর মেয়ে সোনাক্ষী সিনহাকে কটাক্ষ করেছন। আর তাই নিয়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। নিজের ও বাবার বিরুদ্ধে করা কটাক্ষ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সোনাক্ষী। এবার মুকেশ খান্নার কটাক্ষের কড়া জবাব দিলেন শত্রুঘ্নও।
'কৌন বনেগা ক্রোড়পতি'- এর পুরানো এক এপিসোডে সোনাক্ষীকে 'রামায়ণ' থেকে একটা প্রশ্নের জিজ্ঞাসা করা হলে, তিনি তার সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। সেই ঘটনার উল্লেখ্য করে মুকেশে তাঁকে এবং তাঁর বাবাকে কটাক্ষ করেন।
তাঁর করা কাটাক্ষের পরিপ্রক্ষিতে সরব হন সোনাক্ষী। মেয়ের পর এবার শত্রুঘ্নও মুকেশের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুনছিলাম সোনাক্ষীর রামায়ণ নিয়ে কোনও এক প্রশ্নের উত্তর না দিতে পারা নিয়ে কারও কারও সমস্যা হয়েছে। কিন্তু প্রথমত এই ব্যক্তিকে? ‘রামায়ণ’ নিয়ে সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার তাঁর কী যোগ্যতা রয়েছে? এবং কে তাঁকে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে নিযুক্ত করেছে?'
আরও পড়ুন: ‘আমাদের ডিভোর্স হচ্ছে’, রাজা-মধুবনীর বিচ্ছেদ? ভিডিয়ো পোস্ট করে যা বললেন তাঁরা
তিনি আরও বলেন, ‘আমি আমার তিন সন্তানের জন্যই খুব গর্বিত। সোনাক্ষী নিজেই একজন সফল অভিনেত্রী হয়ে উঠেছেন। আমাকে কখনই ওঁর ক্যারিয়ারে কোনও সাহায্য করতে হয়নি। ও এমন একজন মেয়ে যা জন্য যে কোনও বাবারই গর্ব হবে। রামায়ণ সম্পর্কে একটি প্রশ্নের উত্তর না দেওয়া থেকে সোনাক্ষী হিন্দু হওয়ার অযোগ্য এটা বলা যায় না। ওঁর অন্য কারুর কাছ থেকে কোনও অনুমোদনের বা শংসাপত্রের প্রয়োজন নেই।’
প্রসঙ্গত, মুকেশ খান্না বলেছিলেন যে, 'এটা সত্যিই দুঃখজনক যে সোনাক্ষী এই প্রশ্নের উত্তর জানেন না যে, 'হনুমান জি কার জন্য সঞ্জীবনী বুটি এনেছিলেন?' ওঁর বাবার নাম শত্রুঘ্ন, ওঁর বাড়ির নাম ‘রামায়ণ’, ওঁর ভাইদের নাম লাভ- কুশ। আর সোনাক্ষী এটা জানেন না!' এর পর তিনি সোনাক্ষীর বাবা শত্রুঘ্নকে কটাক্ষ করে বলেন, ‘এটা সোনাক্ষীর দোষ নয়, এটি আসলে ওঁর বাবার দোষ। সন্তানদের এই সব না শেখানোর জন্য তিনিই দায়ী।’
তাঁর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হওয়ার পরই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন নায়িকা। সোনাক্ষী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রসঙ্গে লিখেছিলেন, 'আমি সম্প্রতি আপনার একটি বিবৃতি পড়লাম। যেখানে আপনি বলেছিল যে, আমি রামায়ণ নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারিনি তাঁর জন্য আমার বাবা দায়ী। প্রথমত এটা বহু বছর আগের একটি ভিডিয়ো। আর সেদিন হট সিটে আমি ছাড়াও আরও দু'জন মহিলা ছিলেন। তাঁরাও কিন্তু এই একই প্রশ্নের উত্তর জানতেন না। কিন্তু আপনি শুধু আমার নাম নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন? সে কারণগুলি যদিও বেশ স্পষ্ট।'
তিনি আরও লেখেন, 'হ্যাঁ আমি সেদিন টেনশনে ভুলে গিয়েছিলাম যে সঞ্জীবনী বুটি কার জন্য আনা হয়েছিল, তবে স্পষ্টতই আপনি প্রভু রামের শেখানো ক্ষমা ধর্ম যে ভুলে গিয়েছেন তা বোঝাই যাচ্ছে। ভগবান রাম যদি মন্থরাকে ক্ষমা করতে পারেন, কৈকেয়িকে ক্ষমা করতে পারেন.. মহাযুদ্ধের পরও যদি তিনি রাবণকে ক্ষমা করতে পারেন, তবে আপনিও নিশ্চয়ই এই ছোট্ট ভুল ক্ষমা করে দিতে পারেন। যদিও আপনার ক্ষমার আমার কোনও প্রয়োজন নেই।