বাংলা নিউজ > বায়োস্কোপ > Dona Ganguly: 'রেপ-টেপ সব জায়গাতেই হয় কিন্তু…', আরজি করের নৃশংস ঘটনা নিয়ে সৌরভের পর বেফাঁস ডোনা

Dona Ganguly: 'রেপ-টেপ সব জায়গাতেই হয় কিন্তু…', আরজি করের নৃশংস ঘটনা নিয়ে সৌরভের পর বেফাঁস ডোনা

'রেপ-টেপ সব জায়গাতেই হয় কিন্তু…', আরজি কর কাণ্ড নিয়ে এসব কী বলেলন সৌরভ ঘরণী ডোনা (PTI)

Dona Ganguly: তৃণমূল বিধায়কের ডাকে সাড়া দিয়ে বর্ধমানের এক নৃত্যানুষ্ঠানে পৌঁছেছিলেন ডোনা। সেখানেই আরজি কর ইস্যুতে বেফাঁস মন্তব্য করে বসলেন সৌরভ-ঘরণী।

দেখতে দেখতে আরজি করের চিকিৎসক তরুণীর মৃত্যুর একমাস! সুপ্রিম রায়ে অনেকেই হতাশ। তবে থামছে না প্রতিবাদ! গোটা বাংলা এক স্বরে বলছে ‘জাস্টিস অফ আরজি কর’। পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। আরজি করের নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনাকে সপ্তাহ তিনেক আগে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার বেফাঁস মহারাজ ঘরণী। 

আরজি কর কাণ্ড প্রসঙ্গে মুখ খুলে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বললেন, ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে…’। সোমবার বিকেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পাওয়া গেল প্রথিতযশা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। এদিনের নিত্য উৎসবের শুভ উদ্বোধনের পাশাপাশি বর্ধমানবাসীর সামনে ‘তাসের দেশ’ নৃত্যনাট্য পরিবেশন করেন ডোনা ও তাঁর দীক্ষা মঞ্জরির ছাত্রছাত্রীরা। 

তবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই বেফাঁস ডোনা। এদিন সুপ্রিম কোর্টে তরফে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ডোনাকে। তিনি জবাবে বলেন, ‘এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’

ডোনা আরও বলেন, ‘এটা তো আমাদের গর্ব বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে’। 

এই ব্যাপারে এরপরেও প্রশ্ন থামেনি সাংবাদিকদের। ডোনা সটান জানান, ‘আজকে মনটা খুব আনন্দিত, এত বড় নাচের অনুষ্ঠান…’। আজকের সুপ্রিম কোর্টের ঘটনাক্রম নিয়ে বিশেষ কিছু জানেন না বলে বিস্তারিত আর কথা বলেননি ডোনা। 

এদিনের অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তৃণমূলের  বিধায়ক খোকন দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার।

আরও পড়ুন-‘এমন শাস্তি হোক, সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে’, আরজি কর নিয়ে সৌরভ

সোমবার দুপুরে সৌরভ কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ‘বিচ্ছিন্ন ঘটনা’ প্রসঙ্গে বহুবার সাফাই দিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা। এদিন আরজি কর প্রসঙ্গে মহারাজ বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ তৈরি হয়।’

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘অরাজনৈতিক মানুষরা যে ভাবে রাস্তায় নেমেছেন, চাই মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে একটা উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তা দেখার মতো।’

বায়োস্কোপ খবর

Latest News

২ দিন পর দেবগুরুর নক্ষত্রে দৈত্যগুরুর প্রবেশ, এই বিশেষ সংযোগে খুলবে ৫ রাশির কপাল চাপে পঙ্কজ দত্ত! 'সোনাগাছি' মন্তব্যের জন্য তুলোধোনা হাইকোর্টের, মিলল না রক্ষাকবচ ‘এমন মন্তব্য রেখো না, যেখানে টেক্কার ক্ষতি হয়’, সৃজিত-স্বস্তিকাকে ঠুঁকলেন দেব? মুক্তির আগেই 'সিংঘম এগেইন'-এর কাছে হার 'ভুল ভুলাইয়া ৩'-র, কীভাবে? ৫লক্ষ টাকা নিয়েও যাননি, তৃপ্তির ছবিতে লেপে দেওয়া হল কালি, কী বলছেন অভিনেত্রী? পুজোর আগে গিজগিজ করছে ভিড় কলকাতা বিমানবন্দরে, ২০১৯ সালের পর ফের এত যাত্রী! ভারত, পাকিস্তানের পরিযায়ীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি মেক্সিকো সেনার, নিহত ৬ ভারতীয় জিমনাস্ট সংস্থার পক্ষপাতিত্ব! ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে নামা হবে না প্রণতীর পুজোর আগেই নিম্নচাপ! অতি ভারী বৃষ্টি হবে কোন জেলাগুলিতে? ৫০ কিমিতে ঝড় কোথায়? দ্বিতীয় ডিভিশন আইলিগে উঠল অভিষেক ব্য়ানার্জীর DHFC…আইলিগ ৩ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.