বাংলা নিউজ > বায়োস্কোপ > Nagarjuna: প্রতিবন্ধীকে ধাক্কা মেরেছিলেন নিরাপত্তারক্ষী, ফের হাজির ওই অনুরাগী, দেখে কী করলেন নাগার্জুন?

Nagarjuna: প্রতিবন্ধীকে ধাক্কা মেরেছিলেন নিরাপত্তারক্ষী, ফের হাজির ওই অনুরাগী, দেখে কী করলেন নাগার্জুন?

নাগার্জুন ও প্রতিবন্ধী অনুরাগী

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁর দেহরক্ষী এক ভিন্নভাবে সক্ষম ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় নাগার্জুন এক্স-এ ক্ষমা চেয়েছিলেন।

বেশকিছুদিন আগের ঘটনা, এক শারীরিক প্রতিবন্ধী অনুরাগী ছবি তোলার জন্য বিমানবন্দরে নাগার্জুনের কাছে ছুটে গিয়েছিলেন। যদিও অভিনেতা তাঁকে সেভাবে খেয়াল করেননি। তার আগেই তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন নাগার্জুনের নিরাপত্তারক্ষী। তবে সেই ঘটনা ঘিরে অনেকেই সেসময় তীব্র সমালোচনা করেছিলেন।সেই অনুরাগীর সঙ্গেই আবার দেখা হল নাগার্জুনের। এবারও ঘটনাস্থল সেই বিমানবন্দর।

এবার নাগার্জুন বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় পোজই দিচ্ছিলেন। এবার প্রিয় অভিনেতার জন্য ফুল নিয়ে হাজির ছিলেন তিনি। তাঁকে দেখেই কাছে টেনে নেন নাগার্জুন। যদিও তিনি তাঁকে চিনতে পারেননি। পাপারাৎজিরা অভিনেতাকে তখন জানান, ‘ইনিই সেই ব্যক্তি…’। আর তখন বিষয়টা বুঝতে পেরে অভিনেতা বলেন, ‘ও আচ্ছা ,আচ্ছা। নাহ, ওই ঘটনায় এনার কোনও দোষ ছিল না’। পাপারাৎজিরাও তখন তাঁকে বলেন, ‘আসলে ভুল কারোরই না, কখনও কখনও ঘটে যায়।’

এদিন অনেকেই নাগার্জুনের সঙ্গে ছবি তোলার অনুরোধ নিয়ে হাজির হয়ে যান। সকলের সঙ্গে ছবি তুলে ভিতরে ঢোকার পথে নাগার্জুন ওই প্রতিবন্ধী অনুরাগী জড়িয়ে বলেন, ‘এতে আপনার কোনও দোষ নেই, ঠিক আছে…’।

আরও পড়ুন-'এরই নাম জীবন, প্রতি পদক্ষেপে প্রশ্ন করবে, উত্তরতো দিতেই হবে …' হঠাৎ একথা কেন বললেন অমিতাভ?

এর আগে নাগার্জুনের ওই নিরাপত্তারক্ষী ওই অনুরাগীকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। পাপারাৎজি ভাইরাল ভায়ানির সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে প্রশ্ন তুলেছিলেন, ‘মানবিকতা কোথায় গেল?’ পরে নাগার্জুন দাবি করেছিলেন ‘যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি সেটা খেয়াল করেননি। তিনি পাল্টা নিজের টুইটারে ভিডিয়ো শেয়ার করে লিখেছিলেন, ’এই ঘটনা এইমাত্র আমার নজরে এসেছে ... এটা হওয়া উচিত ছিল না!! আমি ওই ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে যাতে এমনটা না হয় তার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব।'

কাজের ক্ষেত্রে ধনুশ, রশ্মিকা মান্দান্না এবং জিম সারভের সঙ্গে শেখর কাম্মুলার ‘কুবেরা’র শুটিং করছেন নাগার্জুনা। ছবির তিনি মুম্বাইয়ে শুটিংয়ের জন্যই এসেছিলেন করেছে। কুবেরা ছবিটি দুটি ভাষায় মুক্তি পাবে। তবে এটাকে তেলুগু ভাষায় ধনুশের ডেবিউ হিসাবে ধরা হচ্ছে। ইতিমধ্যেই ছবিতে নাগার্জুনের ফার্স্ট লুক মুক্তি পেয়েছে মে মাসে। নীল শার্ট, গাঢ় ট্রাউজার এবং স্পোর্টিং চশমা পরে দেখা গিয়েছে অভিনেতাকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.