গাঁটছড়া বাঁধার পর এই প্রথমবারের মতো গুজরাটের জামনগরে পা রাখলেন রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি। দম্পতি আসার সঙ্গে সঙ্গে তাঁদের জানানো হয় উষ্ণ অভ্যর্থনা, তাঁদের দেখার জন্য জমেছিল ভিড়ও। নব-দম্পতির জন্য তৈরি করা হয়েছিল গোলাপের কার্পেট। মঙ্গল আরতি করে, ফুলের পাপড়ি ছড়িয়ে তাঁদের স্বাগত জানানো হয়। বিয়ে উপলক্ষে নানা জমকালো পোশাক পরার পর, রাধিকা এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন একটি সাধারণ গোলাপি স্যুট সেট।
পাপারাৎজিদের শেয়ার করা ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে যে, অনন্ত এবং রাধিকা জামনগরে পা রাখার সঙ্গে সঙ্গেই অসংখ্য মানুষ তাঁদের স্বাগত জানান৷ একদল মহিলা নবদম্পতিকে আরতি করেন, আশীর্বাদ করেন। পাশাপাশি, একদল নৃত্যশিল্পী অনন্ত এবং রধিকার আসার উপলক্ষে পারফর্মও করেন। তারপর অনন্ত রাধিকার উপর নেমে আসে ফুলের বৃষ্টি। নব-দম্পতিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ-
আরও পড়ুন: ‘দেবদা কোথায়…’ অনন্ত-রাধিকার রিসেপশনে একা রুক্মিণী, মন খারাপ ভক্তদের! এদিকে দেব করেছেন এক কাণ্ড
রাধিকা তাঁর স্বামীর সঙ্গে জামনগরে যাওয়ার জন্য সাদা ডোরাকাটা প্যাটার্নে একটি সাধারণ গোলাপি স্যুট বেছে নিয়েছিলেন। গরমে বেশ আরামদায় সেটি। আসলে এটি একটি ফুল হাতা আনারকলি কুর্তা, যার নেকলাইনে রূপালি সুতোর দিয়ে কাজ করা ছিল। সঙ্গে রাধিকা একটি ম্যাচিং জর্জেটের ওড়নাও নিয়েছিলেন, যা তিনি তার কাঁধের উপর দিয়ে রেখেছিলেন, সঙ্গে পরেছিলেন গোলাপী রঙের ডুয়াল টোনের পালাজো। গয়না হিসেবে রাধিকা বেছে নিয়েছিলেন হিরের ছোট কানের দুল, আঙুলে ছিল হিরের আংটি। সবটা নিয়ে একেবারে নো-মেকআপ লুকে ধরা দিয়েছিলেন নতুন কনে। মাথায় করেছিলেন পনিটেল।
আরও পড়ুন: 'আমি আমার রামকে পেয়েছি…' অনন্তকে জামাই হিসেবে পেয়ে আহ্লাদে আটখানা রাধিকার মা
অন্য দিকে, অনন্ত সোনালি এমব্রয়ডারি করা লম্বা হাতার টকটকে রানি রঙের কুর্তা পরেছিলেন। এর সঙ্গে ম্যাচিং করে একটি স্লিভলেস জহর কোট। সঙ্গে ছিল সাদা প্যান্ট ও কোলাপুরি জুতো। আর ছিল একটি বিশাল ব্রোচ। অনন্তের ভারতীয় পোশাকের সঙ্গে ব্রোচ থাকবেই। তাঁর এইসব ব্রোচগুলিও হয় বেশ নজর কাড়া। হাতি, সিংহ, লেপার্ড, ভগবানের মূর্তি ইত্যাদি নানা আকারের ব্রোচ অনন্তকে তার বিয়ের নানা অনুষ্ঠানে পরতে দেখে গিয়েছে।
প্রসঙ্গত, ১২ জুন তারিখ গাঁটছড়া বাঁধার পর ১৩ তারিখ ছিল তাঁদের আশীর্বাদের অনুষ্ঠান, তারপর ১৪ তারিখ হয় প্রীতিভোজ বা রিসেপশন। যদিও মুকেশ আম্বানি ও নীতা আম্বানি তাঁদের ছেলে-বৌমার বিশেষ এই অনুষ্ঠানের নাম দেন 'মঙ্গল উৎসব'। দেশ বিদেশের নানা অতিথি হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। হলিউড থেকে বলিউড এমন কী টলিউডের তারকারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাছাড়াও বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদেরাও যোগ দেন।