প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের একটি বায়োপিক বানাতে চলেছেন অনুরাগ বসু। পাশাপাশি আবার শোনা যাচ্ছে পরিচালকের নতুন ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ফলে অনেকেই দু'য়ে দু'য়ে চার করে ফেলছেন। অনেকেই মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, এবার কি তবে কার্তিককে দেখা যাবে কিশোর কুমারের বায়োপিকে?
গত কয়েক মাস ধরে 'মেট্রো... ইন দিনো'- এর শুটিং নিয়ে ব্যস্ত অনুরাগ। কিছুদিনের মধ্যেই ছবির কাজও শেষ হতে চলেছে। এই ছবিতে সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, ফাতিমা সানা শেখ এবং কে কে মেননের মতো তারকারা রয়েছেন মুখ্য ভূমিকায়। এই প্রসঙ্গে পিঙ্কভিলার একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, আগামি দু'সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে 'মেট্রো... ইন দিনো'-এর শ্যুটিং। তবে ছবির কাজ শেষ হওয়ার আগে থেকেই অনুরাগ তাঁর পরবর্তী ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। শুরু হয়েছে নতুন কাজের প্রস্তুতিও। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরি ও কার্তিক আরিয়ানকে। জানা গিয়েছে এটি একটি রোম্যান্টিক ছবি হতে চলেছে।
আরও পড়ুন: সরে দাঁড়ালেন বিচারক! অবৈধ বিয়ের দায়ে কারাবন্দি ইমরান খানের পাল্টা মামলার রায় অঘোষিতই রইল
কার্তিককে কি সত্যি কিশোর কুমারের বায়োপিকে দেখা যাবে?
জানা গিয়েছে, পরিচালক তাঁর পরবর্তী ছবির শ্যুটিংও খুব তাড়াতাড়ি শুরু করবেন। চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু হবে নতুন সিনেমার শ্যুটিং। টি সিরিজের অধীনে ভূষণ কুমার ছবিটির প্রযোজনা করবেন। সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে, 'ছবির লোকেশনে বদল এসেছে। 'আশিকি ৩' বা কিশোর কুমারের বায়োপিক নয়, অনুরাগের একেবারে নতুন একটি গল্পে কার্তিক ও তৃপ্তিকে একসঙ্গে দেখা যাবে। ছবির প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভূষণ কুমারের নেতৃত্বে একটি দল ইতিমধ্যেই ছবির মিউজিক অ্যালবাম নিয়েও কাজ শুরু করে দিয়েছে। এই ছবিতে গানগুলিও খুব রোম্যান্টিক হবে, সেই ভাবেই গল্পের কথা মাথায় রেখে শুরু হয়েছে মিউজিকের কাজ।'
আরও পড়ুন: 'আমার চরিত্রটা খুব একটা...' ‘হীরামান্ডি’র প্রিমিয়ারের মাসপূর্তিতে সঞ্জয়ের সিরিজ নিয়ে কেন এমন বললেন রিচা?
সূত্রটি জানায়, 'ভুল ভুলাইয়া ৩'-এর সঙ্গে ডেটের সামঞ্জস্য রেখে সমান্তরাল ভাবেই এই ছবির কাজ শুরু করে দেবেন কার্তিক। তিনি বলেন, 'কার্তিক অনুরাগ বসুর ছবির কাজ শুরু করে দেবেন খুব তাড়াতাড়ি এবং পাশাপাশি বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি 'অর্জন উস্তারা'তেও তাঁকে দেখা যাবে, ফলে তিনি সেই কাজটিও করবেন।"
কিশোর কুমারের বায়োপিক প্রসঙ্গে
জানা গিয়েছে, ২০২৫ সালের মধ্যেই প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের বায়োপিক বানানোর কাজ শুরু করে দেবেন অনুরাগ। এই কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। যে কিশোর কুমারের বায়োপিকটির চিত্রনাট্যের কাজ চলছে বর্তমানে। ২০২৫ নাগাদ ছবিটির কাজ শুরু হবে। সূত্রানুসারে, 'অনুরাগ কার্তিক ও তৃপ্তি নিয়ে যে রোম্যান্টিক ছবিটি বানাতে চলেছেন তার কাজ শেষ হলেই তিনি পরবর্তী ছবির কাজে হাত দেবেন। কিশোর কুমারের বায়োপিক নিয়ে ভূষণ কুমার এবং অনুরাগ বসু দুজনেই মুখিয়ে রয়েছেন। স্ক্রিপ্টের কাজ শেষ হলেই ছবিটির কাস্টিং নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হবে।'