দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে টানা ঘুম দেন অভিনেত্রী করিনা কাপুর খান। সেরা বান্ধবী অমৃতা আরোরার সঙ্গে ‘দুপুরের ঘুম’ প্রসঙ্গে একটি চ্যাট ফাঁস করেন তিনি। সোমবার ৪১ বছরে পা দিয়েছেন অমৃতা। ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি শেয়ার করে দুজনের চ্যাটিং ফাঁস করেন করিনা।
ছবিতে অমৃতাকে কালো আউটফিটের উপর জ্যাকেট পরে দেখা মিলেছে। ক্য়ামেরার দিকে মজাদার অঙ্গভঙ্গি করে রয়েছে সে। ক্যাপশনে বেবো লিখেছেন, 'দুপুর ৩টে,বেবো বলছেন, কী প্ল্যান? অমৃতা, ঘুমাবো। বেবো, আমিও, এখনই একটা চোখ বন্ধ হয়ে যাচ্ছে। অমৃতা, তারপর উঠে চা আর টোস্ট খাবো।' এটি শেয়ার করে করিনা মজার ছলে লিখেছেন, 'যে বন্ধু দুপুরের ঘুমের মাহাত্ম্য বোঝে, তাকে আজীবন সঙ্গে রাখতে হয়। অমৃতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘প্রিয়বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে জীবন অনেক মজার’।
ছবি দেখে প্রতিক্রিয়ায় অমৃতা লেখেন, ‘ভালোবাসি তোমায়’। সঙ্গে একগাল হেসেও নিয়েছেন কমেন্ট বক্সে। করিশ্মা ছবির নীচে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।
৪১-এ পা দিলেন অভিনেত্রী অমৃতা আরোরা। নিজের ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে ঘরোয়া পার্টি করে জন্মদিন সেলিব্রেট করলেন তিনি। পার্টিতে হাজির ছিলেন অমৃতার দিদি মালাইকা আরোরা, করিনা কাপুর, করিশ্মা কাপুর খান এবং মল্লিকা ভাট। অমৃতার জন্মদিন পার্টির ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন করিনা।
করিনার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছে সেরা বান্ধবীর জন্মদিনের ছবি। ক্যাপশনে অমৃতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আমার BFF-কে জন্মদিনের শুভেচ্ছা। তোমার মত কেউ নেই। আমরা এমনই’।