ছিল ফ্যাশান ডিজাইনার তানিয়া শ্রফের জন্মদিনের পার্টি। মঙ্গলবার রাতে সেখানেই গিয়েছিলেন আরিয়ান খান, সুহানা খান, অগস্ত্য নন্দা, শানায়া কাপুর সহ তারকা সন্তানরা। খুব স্বাভাবিক ভাবেই পাপারাৎজিদের নজর ছিল তাঁদের উপরেই। আর যেখানে বলিউড কিং শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান ও সুহানা উপস্থিত সেখানে তাঁদের উপর নজর পড়বে বৈকি। হলও তাই।
আর পাপারাৎজির তোলা ভিডিয়োতেই দেখা গেল, শাহরুখ কন্যা সুহানার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দিচ্ছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা (শ্বেতা বচ্চনের ছেলে)। ভিডিয়োতে দেখা যায়, অনুষ্ঠান শেষে সুহানা যখন ফিরবেন, তখন তাঁকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসেন তানিয়া, তাঁর প্রেমিক আহান শেট্টি, অগস্ত্য নন্দা সুহানাকে এগিয়ে দিতে আসেন। শেষে সুহানা তানিয়ার সঙ্গে হাত মিলিয়ে তাঁকে বিদায় জানালে অগস্ত্য এসে সুহানার গাড়ির দরজা খুলে দেন। সুহানা গাড়িতে ওঠার মুহূর্তে অগস্ত্য তাঁর উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেন, এরপরই শাহরুখ কন্যা তাঁর গাড়িতে উঠে যান। এদিন সুহানা খান পরেছিলেন লম্বা গর্জাস গাউন আর হিল জুতো। আর সুহানার পরনে অগস্ত্যর পরনে ছিল কালো টি-শার্ট ও ডেনিম জিন্সে।
আরও পড়ুন-'আদিলের ও আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে, খুব শীঘ্রই আমি মুক্তি পাব', বলছেন রাখি
আরও পড়ুন-বিয়ে ভাঙলেও প্রেমে বিশ্বাস হারান নি, ফের বিয়ে করবেন? কী বললেন অনুপম রায়?
এদিকে সূত্রের খবর শাহরুখ কন্যা সুহানা নাকি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কে রয়েছেন। কাপুর বাড়ির ক্রিশমাস পার্টিতেও অগস্ত্যর সঙ্গেই গিয়েছিলেন সুহানা খান। জানা যাচ্ছে, প্রথম ছবির শ্যুটিংয়েই অগস্ত্যর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুহানা। আপাতত তাঁরা একে অপরের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে চান, নিজেদের বন্ধুত্ব নিয়ে লুকোছাপা করতেও চান না বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সুহানা ও অগস্ত্য। যেটি কিনা নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবিতে বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও রয়েছেন।