বাংলা নিউজ > বায়োস্কোপ > Suhana-Agastya: লন্ডনের ক্লাবে এক কোণায়, একান্তে অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যা, ভাইরাল অগস্ত্য- সুহানার ভিডিয়ো

Suhana-Agastya: লন্ডনের ক্লাবে এক কোণায়, একান্তে অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যা, ভাইরাল অগস্ত্য- সুহানার ভিডিয়ো

অগস্ত্য-সুহানা

লন্ডনের এক ক্লাবে শাহরুখ-সুহানার একান্তে সময় কাটানোর এক টুকরো ভিডিয়ো সোশ্যাল মিুডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। রাতে লন্ডন ক্লাবের এক কোণে গিয়ে বিশেষ বন্ধু অগস্ত্যর সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে সুহানাকে। হাসি-ঠাট্টায় মজেছিলেন সুহানা-অগস্ত্য।

লন্ডনেই হচ্ছে শাহরুখ কন্য়ার আগামী ছবির শ্যুটিং। আপাতত তাই সেদেশেই রয়েছেন সুহানা খান। তবে শুধুই কি কাজ! তারই ফাঁকে বেড়ানো, আনন্দ, সবই চলছে। সঙ্গে চলছে প্রেমিকের সঙ্গে সময় কাটানো। হ্য়াঁ, ঠিকই ধরেছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন।

লন্ডনের এক ক্লাবে শাহরুখ-সুহানার একান্তে সময় কাটানোর এক টুকরো ভিডিয়ো সোশ্যাল মিুডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। রাতে লন্ডন ক্লাবের এক কোণে গিয়ে বিশেষ বন্ধু অগস্ত্যর সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে সুহানাকে। হাসি-ঠাট্টায় মজেছিলেন সুহানা-অগস্ত্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, অগস্ত্য ও সুহানা লন্ডনের ওই জনপ্রিয় ক্লাবে বেদান্ত মহাজনের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-এবার সাইবার ক্রাইমের ফাঁদে ডোনা গঙ্গোপাধ্যায়, স্ত্রীর গুরুত্বপূর্ণ পোস্টে গিয়ে একী বললেন সৌরভ!

রাতের সেই পার্টিতে অগস্ত্য নন্দাকে একটা কালো শার্টে দেখা গিয়েছে। আর সুহানা খানকে নীল জিন্সের সঙ্গে সাদা রঙের টি-শার্টে দেখা যায়। তাঁদের দুজনের সঙ্গে বি-টাউনের আরও এক স্টারকিড, কাজল কন্যা নাইসা দেবগনকেও দেখা যায়। জানা যাচ্ছে, সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন অজয়-কাজল কন্যাও।

বার্থডে বয় বেদান্ত মহাজন
বার্থডে বয় বেদান্ত মহাজন

'দ্যা আর্চিস' ছবিতে একসঙ্গে ডেবিউ করার পর থেকেই বি-টাউনে অমিতাভ বচ্চনের নাতি, শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দার ,সঙ্গে শাহরুখ কন্যা সুহানার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এবিষয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি সুহানা কিংবা ও অগস্ত্য। তবে বি-টাউন সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে সুহানা জানিয়েছেন তিনি এই সম্পর্ককে সময় দিতে চান। ভেবেচিন্তেই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তবে আজকাল প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় সুহানা ও অগস্ত্যকে। এমনকি কিং খান শাহরুখের অসুস্থতার সময়ও ছুটে গিয়েছিলেন অমিতাভের নাতি অগস্ত্য। দুঃসময়ে সুহানার পাশে পাশে থাকতে দেখা গিয়েছিল অগস্ত্যকে। আর তখন থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোড়াল হয়।

এদিকে এই মুহূর্তে সুহানা একা নন। শাহরুখ সহ গোটা খান পরিবারই এখন লন্ডনেই সময় কাটাচ্ছেন। কাজের ক্ষেত্রে সুহানাকে তাঁর বাবা শাহরুখের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ' কিং ' -এ দেখা যাবে বলে খবর। ছবিটি একটা অ্যাকশন-প্যাকড থ্রিলার বলেই মনে করা হচ্ছে। যেখানে SRK নাকি একজন ডনের ভূমিকায় অভিনয় করেছেন বলে খবর। যদিও সুহানার চরিত্রটি নিয়ে এখনও কোনও কথা প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি।

এদিকে Big B অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যও ইতিমধ্যেই আগামী ছবির কাজ শুরু করেছেন। খুব শীঘ্রই তাঁকে শ্রীরাম রাঘবন পরিচালিত 'ইক্কিস' ছবিতে দেখা যাবে। সেই ছবিতে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এবং জয়দীপ আহলাওয়াত সহ আরও অনেক গুরুত্বপূর্ণ অভিনেতা রয়েছেন।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.