আরজি কর কাণ্ডের জট যেন আরও জটিল হয়ে উঠছে। স্বাস্থ্য ভবনের সামনে এখনও ঝড় জল উপেক্ষা করে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বাদ যাননি সাধারণ মানুষরাও। কিন্তু তাঁদের এই আন্দোলন চালানোর জন্য যা যা জিনিস প্রয়োজনীয় সেগুলো চেয়ে সোশ্যাল মিডিয়ায় যাঁরা পোস্ট করছেন তাঁদের শুনতে হচ্ছে বক্রোক্তি!
আরও পড়ুন: ঋ - র কথার দাম নেই! ক্ষোভ উগরে অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রচনা - পুষ্পিতা, বললেন...
কী ঘটেছে?
বৃষ্টির মধ্যে যাতে চিকিৎসকরা আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পারে তাই বৃষ্টি শুরু হতেই ত্রিপল, তাঁবুর খোঁজ শুরু হয়। অবিলম্বে সেগুলোর ব্যবস্থাও হয়ে যায়। মেয়েদের পোশাক চাওয়া হলে সেটাও পাওয়া যায়। এছাড়া যে যাঁর মতো খাবার, জল তো নিয়মিত পৌঁছে দিচ্ছেনই। আছে ফ্যান, বায়ো টয়লেট। ডেকরেটরসের লোক ডেকে টাঙানো হয়েছে ত্রিপল। কিন্তু এর অনেকটাই ফেসবুকের পাতায় নেটিজেনদের সাহায্য চেয়ে হয়েছে। আর সেই জন্যই যাঁরা সাহায্য প্রার্থনা করেছেন তাঁদের নানা রকম কথা শুনতে হয়েছে।
এই বিষয়ে এদিন আরজে অগ্নি একটি পোস্ট করেন। জানান তাঁদের ভিক্ষা চাইতে বলা হয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের থেকে। এই পোস্টে তিনি লেখেন, 'গতকাল প্রয়োজনীয় কিছু সামগ্রী চেয়ে আবেদন করার জন্য নানান বক্রোক্তি করেছেন আমাকে অনেকে। এটাও শুনেছি যে অমুক দলের সামনে গিয়ে দাঁড়ান ভিক্ষের ঝুলি হাতে নিয়ে, খুচরো পয়সা পাবেন। এও শুনেছি এটা নাকি আমার নতুন ব্যবসা। এত সবের পরে যখন দেখি গভীর রাতে এভাবে আন্দোলন জারি রয়েছে, সহযোদ্ধারা সহযোদ্ধাদের জন্য প্রচন্ড বৃষ্টির মধ্যে এরকম ব্যবস্থা করে দিয়েছেন এবং পুরোটা সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য, তখন আর এসব গায়ে লাগে না। এই ভিডিয়োটা গতকাল রাত আড়াইটের। সব ত্রিপলের নীচে এই ব্যবস্থা যদিও করা যায়নি। এখনও কাজ চলছে।'
আরও পড়ুন: লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, 'ধাক্কা দিয়ে ফোন কেড়ে নিচ্ছিল'
আরও পড়ুন: 'সৎ চেষ্টা করছেন', আরজি কর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের, 'ভুয়ো খবর' ছড়ানোয় সংবাদমাধ্যমকে কী বললেন?
একই সঙ্গে লেখেন, 'আজও কিছু লাগলে গতকালের মতই হাত পেতে চাইব। শুনে নেব নাহয় কয়েকটা গালিগালাজ।'