মা হতে চলেছেন টেলিপর্দার 'মিশকা' অহনা দত্ত। এখবর তো পুরনো। আপাতত হবু সন্তানের কথা ভেবে সুখের স্বর্গে বাস করছেন অহনা দত্ত ও দীপঙ্কর রায়। এই সময় বাড়িতে কাটানো সুন্দর হাসিখুশি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেও দেখা যাচ্ছে অহনা ও দীপঙ্করকে। যতই হোক প্রথমবার বাবা-মা হতে চলার আনন্দই আলাদা।
হ্য়াঁ, অহনা-দীপঙ্করের প্রথম সন্তান আসছে, কিন্তু তারপরেও ৪ থেকে ৫ জনের পরিবার হওয়ার কথা কেন বলছেন তাঁরা? নাহ, অহনা বা দীপঙ্কর কারোরই আগের কোনও সন্তান আছে, এমনটাও তো নয়, তাহলে?
তবে খোলসা করেই বলা যাক…। অহনা-দীপঙ্করের সংসারে আগেই থেকেই রয়েছে দুই সদস্য। আর এরা হলেন তাঁদের আদরের দুই পোষ্য।যাঁদের সন্তান স্নেহেই দেখেন তাঁরা। আর এবার তাঁদের সঙ্গেই জুড়ে যাবে তাঁদের হবু সন্তান। তাই আপাতত খুশির হাওয়া ‘রায়’ পরিবারে। ১৭ মার্চ, সোমবার এই দম্পতির পোস্টে তাঁদের সেই দুই পোষ্যের সঙ্গেই দেখা গিয়েছে। যার ক্যাপশানে তাঁরা দিয়েছেন, ‘Family of 4 ! Excited to be 5’ (৪ জনের পরিবার ৫ জন হওয়ার পথে)।
আরও পড়ুন-বড্ড ছোট! সাধের প্রাসাদোপম ‘মন্নত’ ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ, ভাড়া কত জানেন?
আরও পড়ুন-দেবমাল্যকে বিয়ে নিয়ে পরিকল্পনা জানালেন মধুমিতা, কী বলছেন প্রাক্তন স্বামী সৌরভ?
অতি সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন অগস্টেই আসবে তাঁদের হবু সন্তান। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসন্ত্বা। এদিকে সম্প্রতি মেকআপ আর্টিস্ট স্বামী দীপঙ্করের সঙ্গে বেবিমুন কাটাতে মন্দারমণিতে গিয়েছিলেন তিনি। অন্তঃসত্ত্বাকালীন এই সময়টাতে মন ভালো রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন। এদিকে এই সময়ে অহনার পাশে থাকার মতো কোনও বয়ঃজেষ্ঠ্য মহিলা নেই, তাই কে সাহায্য করবে সে ভয়টা একটু হলেও থাকছে। কারণ, গতবছরই শাশুড়ি মাকে হারিয়েছেন অহনা। শ্বশুরমশাই অবশ্য রয়েছেন। আর অহনার নিজের মা চাঁদনি শুরু থেকেই তাঁর পাশে নেই। দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ক কখনওই মেনে নিতে পারেননি তিনি।
তবে ছেলে হবে না মেয়ে, এটা নিয়ে বেশ উৎসাহী এই দম্পতি। অহনার কথায়, ‘বোধহয় ছেলে হলে আমার বেশি কাছের হবে। আবার দীপঙ্করের মেয়ে হলেই ভালো হয়। তবে আমরা দুজনেই চাই সুস্থ সন্তান হোক।’
এদিকে গতবছরই স্বামী দীপঙ্করের সঙ্গে মিলে নতুন বাড়ি কিনেছেন অহনা দত্ত। নতুন বাড়িতে গৃহপ্রবেশও গয়েছে তাঁদের। গতবছরই গৃহপ্রবেশের পুজোর দিনই সেই বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন অহনা-দীপঙ্কর। আর এবার তাঁদের সেই বাড়িতেই আসছে নতুন অতিথি।