মায়ের সঙ্গে বিয়ের পর থেকেই সম্পর্ক নেই অহনা দত্তের। এই ব্যাপারে বহুবার বহু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আর পাঁচ জন লক্ষ্মীমন্ত মেয়ের মতো তিনি হয়তো মায়ের প্রিয় সন্তান হয়ে উঠতে পারেননি, কিন্তু তিনি নিজেও চান না তাঁর মেয়ে ‘লক্ষ্মীমন্ত মেয়ে’ হয়ে উঠুক।
৬ অক্টোবর লক্ষ্মী পুজো উপলক্ষে অহনা দত্ত জানান, নিজের মেয়েকে মোটেই লক্ষ্মী মেয়ে করতে চান না তিনি। এই সমাজ যেভাবে অত্যাচারিত হয়ে উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চান মেয়ে যেন সবকিছুর সঠিক এবং যোগ্য জবাব দিতে পারে।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন আজকাল ডট ইনকে সাক্ষাৎকার দিতে গিয়ে অহনা বলেন, ‘এখনকার দিনে মেয়েদের শুধু লক্ষ্মীমন্ত হলে চলবে না, কালীমন্ত হতে হবে। দেশের আইনের ওপর সবকিছু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলে হবে না। যদি সেরকম প্রয়োজন হয় তাহলে নিজেকেই রুখে দাঁড়াতে হবে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি সব সময় চাই মেয়ের মনের জোর যেন আকাশ ছোঁয়া হয়। সমস্ত পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করতে হবে সেটা যেন ওর জানা থাকে। তাই শুধুমাত্র ভালো শান্ত, বাধ্য মেয়ে হলে চলবে না, লড়াকু মনের মেয়ে হতে হবে।’
তবে মেয়ে ভবিষ্যতে কতটা কালীমন্ত হবে, সেটা সময় বলতে পারলেও আপাতত মেয়ে কিন্তু বড্ড লক্ষ্মী মেয়ে। খিদে না পেলে খুব একটা কান্নাকাটি করে না সে। বাবা মা, দাদু ছাড়াও সবার কোলেই যায় সে। বাড়িতে একজন সহকর্মীও আছেন, তাই সব মিলিয়ে খুব একটা কষ্ট হয় না অহনার।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
অহনা বিয়ের পর থেকে মায়ের সঙ্গে সম্পর্ক না রাখায় বহুবার বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিয়ো করে তিনি জানান, সবসময় এক দিক দেখে বিচার করতে নেই। অন্যদিকের মানুষও কি করেছে সেটা সবার জানা দরকার।
প্রসঙ্গত, মায়ের সঙ্গে সম্পর্ক নেই বলে বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির বড্ড আদরের অহনা। যদিও বর্তমানে শাশুড়ির আবর্তমানে শ্বশুর মশাই একাই সবকিছু সামলান। বউমা নয়, নিজের মেয়ের মতোই দেখেন অহনাকে। সবকিছু মিলিয়ে নতুন জীবনে ভীষণ ভালো রয়েছেন অভিনেত্রী।