কথা ছিল পুজোর সময় মুক্তি পাবে দেব অভিনীত টেক্কা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির টুকটাক আপডেট ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। তার মধ্যেই যেন বোমা ফাটালেন দেব! না টেক্কা আগে আসছে। মানে সেটা পুজোর সময়ই মুক্তি পাবে যেমন কথা ছিল। কিন্তু তার আগেই দেবকে বড় পর্দায় দেখা যাবে। রিরিলিজ করতে চলেছে তাঁর একটি পুরোনো ছবি। কী? চাঁদের পাহাড়।
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমকি লাভলির, সবক শেখাতে চিকিৎসকদের শ্রীলেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
চাঁদের পাহাড় নিয়ে কী জানালেন দেব?
২০১৩ সালে মুক্তি পেয়েছিল চাঁদের পাহাড়। দেব অভিনীত এই ছবিটি বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের অ্যামাজন অভিযান মুক্তি পায়। এবার জানা গেল আবারও বড় পর্দায় আসতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি দেবের ছবিটি। কিন্তু কবে মুক্তি পাচ্ছে ছবিটি?
দেব জানিয়েছেন আগামী ২০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে চাঁদের পাহাড়। এই বিষয়ে তিনি ঘোষণা করে লেখেন, 'আপনাদের সঙ্গে আবার বড় পর্দায় দেখা হচ্ছে। ২০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবি।' এটার সঙ্গে এই সিনেমার একটি পোস্টারও শেয়ার করা হয়েছে।
দেবের এই পোস্টে তাঁর অনুরাগীরা মন্তব্য করে জানিয়েছেন তাঁরা দারুণ উৎসাহী। অনেকেই জানিয়েছেন যে তাঁরা পুনরায় হলে আবার দেখতে যাবেন ছবিটি। কেউ আবার লেখেন, 'খুব ভালো চলবে। অনেক শুভ কামনা রইল।' কেউ লেখেন, 'এটাই আপনার করা সেরা ছবি। অপেক্ষায় রইলাম।'
আরও পড়ুন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি, দিতিপ্রিয়া, শোলাঙ্কি: রাত দখলে ফের পথে নামল টলিউডের একাংশ
দেবের অন্যান্য কাজ
দেবের আগামী কাজদেবকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, প্রমুখ। এছাড়া শীতের ছুটিতে আসবে তাঁর আরেক ছবি খাদান। সেখানে তাঁর সঙ্গে থাকবেন যিশু সেনগুপ্ত। অন্যদিকে সদ্যই তাঁর এবং অভিজিৎ সেনের জুটির চতুর্থ ছবির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির নাম প্রতীক্ষা। এখানে দেবের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। তিনি বাংলাদেশের অভিনেত্রী। থাকবেন মিঠুন চক্রবর্তীও।