বাংলাদেশ আবারও উত্তাল হয়ে উঠছে। দিন দিন পড়শি রাজ্যে সংখ্যালঘু হিন্দুদের উপর বাড়ছে অত্যাচার। কখনও চট্টগ্রাম থেকে খবর আসছে হিন্দু নিপীড়নের, কখনও আবার অন্যত্র। এবার খোদ ওপার বাংলার লেখক, সাংবাদিক আহমেদ হুসেন জানালেন সুনামগঞ্জের ছবিটাও ভয়াবহ।
আরও পড়ুন: মালাবদল নয়, চলচ্চিত্র উৎসবের মঞ্চে উত্তরীয় বদল সারলেন দেব - রুক্মিণী! নেপথ্যে মমতা, ব্যাপারটা কী?
কী জানিয়েছেন আহমেদ হুসেন?
এদিন আহমেদ হুসেন টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে একটি টুইট করে জানান 'বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি এবং দোকানে আক্রমণ করা হয়েছে। সরকারের মূল উপদেষ্টাকে অনুরোধ করব দোষীদের বিরুদ্ধে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বিচার পায় যেন ওঁরা। এবং দ্রুত।'
জানা গিয়েছে সুনামগঞ্জের এক হিন্দু যুবকের একটি ফেসবুক পোস্টের পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জনতা ৩ ডিসেম্বর ওখানকার একাধিক হিন্দু বাড়ি এবং দোকান লুট করে। ভাঙচুর চালায়। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে গোটা ঘটনাটা ঘটেছে বলেই স্থানীয়দের এবং পুলিশের তরফে জানানো হয়েছে। এরপর রাত আড়াইটার দিকে বাংলাদেশ আর্মি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে যুবক পোস্টটি করেছিলেন তাঁকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কারা আক্রমণ চালিয়েছে সেটা জানা যায়নি। চেষ্টা করা হয়েছে। তাঁদের পরিচিতি জানা গেলে তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিস ইনচার্জের তরফে।
মঙ্গলবার রাতে প্রায় ৩০ টি হিন্দু বাড়িতে হামলা চালানো হয়েছে বলেই জানানো হয়েছে স্থানীয় হিন্দু নেতাদের তরফে। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: স্ত্রীর সমস্ত দিকে বিশেষ নজর সৌরভের! স্বামীর স্বভাব ফাঁস করে ডোনা বললেন, 'ওই তো আজ ঠিক দিল যে...'
কেবল এই ঘটনাই নয়, কিছুদিন আগে ঢাকার BUET বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকাকে পাপোশ বানিয়ে মাড়ানো হয়। সেই ছবি ভিডিয়ো প্রকাশ্যে আসতে ছি ছি পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একাধিক ব্যক্তিত্বও ঘটনার তীব্র নিন্দা করেছেন। বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন থেকে রানা সরকার, সৃজিত মুখোপাধ্যায় শ্রীজাত, প্রমুখ গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়ায়।