খুব অল্প বয়সে প্রেম-সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছেন টলিপাড়ার বিখ্যাত খলনায়িকা অহনা দত্ত। অনুরাগের ছোঁয়ার মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রথম সিরিয়ালে কাজের সময়তেই। আর তাতে সম্মতি ছিল না মা চাঁদনীর। ফলত, বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তারপর স্টুডিয়োপাড়ার সামনেই একা থাকা শুরু। সঙ্গে কখনও কখনও থাকতেন দীপঙ্করও। আর এবার দীপঙ্করের পরিবারের সঙ্গেই একত্রবাস করছেন অহনা।
মাসখানেক আগেই নতুন বাড়ি কেনার খবর দিয়েছিলেন। তাঁর ও দীপঙ্করের যৌথনামে সেটি কিনেছিলেন। দুজনে মিলে সব নিময়নীতি মেনে পুজো করে পা রাখেন নতুন বাড়িতে। তবে এখন তাঁদের সঙ্গে থাকে দীপঙ্করের মা-বাবাও।
আরও পড়ুন: দুম পটাশ পৃথ্বী! কাকা অনন্তের বিয়েতে আকাশ-শ্লোকা পুত্র পড়ে গেল এভাবে, দেখুন
মাত্র ২১ বছর বয়স, এই অবস্থায় শ্বশুর-শাশুড়ি (থুরি হবু) মানিয়ে নিতে কষ্ট হয় না? সম্প্রতি সাংবাদিক নিবেদিতাকে দীপঙ্কর জানালেন, ‘ও নিজের মতোই থাকে। বরং আমরা ৩জন ওর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি’। যদিও এটা নিছকই মজা করে বলা। অহনার প্রেমিক স্পষ্ট করলেন, বয়সে অনেকটা ছোট হওয়ায় বাড়িতে বেশ আদুরে। এমনকী, দীপঙ্করের বাবা নিজে খুব আমুদে মানুষ। আর এখন বাড়িতে ছোট্ট বহু বউমাকে পেয়ে আরও মজাতে আছেন।
আরও পড়ুন: নেকলেসের দাম ৩ লাখ? গা ভরা সোনার গয়নায় শোভনকে বিয়ে করলেন সোহিনী, দেখুন কী কী ছিল নতুন বউয়ের
অহনা জানালেন, আপাতত প্রেমিকের মা-বাবাকে কাকু কাকিমা বলেই ডাকেন তিনি। প্রসঙ্গত, কদিন আগে অহনার জন্মদিনে থালা সাজিয়ে দুপুরে খেতে দিয়েছিলেন দীপঙ্করের মা। ধান-দূর্বা দিয়ে আশীর্বাদও করেছিলেন।
দীপঙ্করের মা-বাবা প্রসঙ্গে অহনার মত, ‘আমাকে মানিয়ে নিতে হয় না। আমি শুধু মাঝে মাঝে নিজেরটা গোছাই। মাঝে মাঝে তাও গোছাই না। আমার মাথায় কোনও চাপ নেই।’
আরও পড়ুন: ‘ভাড়া করা পোশাক-গয়না পরে…’! আম্বানি বিয়েতে টলিউডের রাইমা-নুসরত-রুক্মিণী, কটাক্ষ শ্রীলেখার
অহনা-দীপঙ্কর দুজনেই জানালেন বিয়ের কথা ভাবছেন। তবে এখনই বিয়ে করার পরিকল্পনা নেই। সদ্য গাড়ি আর বাড়ি কিনেছেন। তাই আর্থিকভাবে আরও একটু গুছিয়ে নিয়ে বিয়ে করবেন। সব ঠিক থাকলে ২০২৫-এর শেষে দুজনে যেতে পারেন ছাদনাতলায়।
তবে অহনার সঙ্গে তাঁর হবু শ্বশুর-শাশুড়ির এত ভালো সম্পর্ক হলেও, বছর দুই ধরে কথা বন্ধ মায়ের সঙ্গে। দীপঙ্কর জানালেন, এখনও তাঁর আলাপ হয়নি অহনার মায়ের সঙ্গে। তবে ইচ্ছে, সব ঠিক হয়ে যাক।