মাসখানেক আগে শাড়ি পরা নিয়ে মমতা শঙ্করের মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ, সদ্য মা হওয়া অহনা দত্তের বলা কথা সেই বিতর্ককেই যেন উসকে দিল।
পুজোর সাজে ছবি দিয়েছেন অহনা। যেখানে তাঁর পরনে লাল পাড়ের নীল শাড়ি, সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। সঙ্গে সোনার গয়না। অভিনেত্রী নিজেই যেন মা লক্ষ্মী। তবে আরও বেশি নজর টেনেছে তাঁর ছবির ক্যাপশন। যেখানে লেখা, ‘নিজের সাজ নিজের রুচির পরিচয় দেয়, শাড়িটাও পরা যায় অশ্লীলভাবে। আবার অনেক সময় শর্ট ড্রেসও ভদ্রতা শিখিয়ে যায়!’
এমন কিছু কথা বলেছিলেন খোদ মমতা শঙ্করও। যদিও তাঁর কথায় রীতিমতো তোলপাড় হয়েছিল চারিদিক। এক সংবাদমাধ্যমকে বর্ষীয়ান অভিনেত্রী, নৃত্যশিল্পী বলেছিলেন, ‘আজকাল যেমন হয়েছে যে শাড়ি পরব কিন্তু আমার আঁচলটা ঠিকমতো থাকবে না। আগে আমরা যেরকম বলতাম রাস্তার মেয়ে, ক্ষমা করবেন বলছি বলে। যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে বলতাম, তাঁরা ওরকম ভাবে দাঁড়াত। কিংবা যদি গ্রামে কাজ করতে করতে শাড়ি সরে যেত। সেটা কোনও দোষের ছিল না। এরা মানুষকে আকর্ষিত করার জন্য করত, তাঁদেরও আমি শ্রদ্ধা করছি। তাঁরা তাঁদের পেশার জন্য এমনটা করছে। আজকাল যারা বিনা কারণে ওইরকমভাবে শাড়ি পরেন, তারপর লোক কিছু বললে রেগে যান, মেয়েদের নীচু করা হচ্ছে! মেয়েরাই তো মেয়েদের নীচু করছে। পুরুষ সম্মান করবে কি করে যদি আমার মধ্যে মর্যাদা না থাকে।’
এদিকে অহনার পোস্টেও কিন্তু ঝরে পড়ছে তাঁর অনুরাগীদের জিজ্ঞাসা। অনেকের মনেই প্রশ্ন যে, অহনার নিশানায় মা চাঁদনী নেই তো? কারণ মা-মেয়ের দ্বন্দ্ব চরমে। মায়ের অমতে প্রথমে দীপঙ্করের সঙ্গে লিভ ইন, তারপর বিয়ে করেন অহনা। এখন এক ফুটফুটে কন্যা সন্তানের মা-ও হয়েছেন। কিন্তু তাতেও দুজনের মধ্যেকার দুরত্ব কমেনি। এমনকী, অহনার দিদি যখন মারা যায়, তখন চাঁদনী তাঁর মেয়েকে নিজের মৃত মায়ের মুখও দেখতে দেয়নি। সেইসময় অন্তঃসত্ত্বা ছিলেন অহনা। বাড়ির বাইরে দীর্ঘসময় অপেক্ষা করলেও, ফিরেছিলেন খালি হাতে।