ড্যান্স বাংলা ড্যান্স রিয়েলিটি শো দিয়ে খ্যাতি পেয়েছিলেন দুজনেই। মা মেয়ে জুটি বেঁধে এই প্রতিযোগিতায় এসেছিলেন। সেখান থেকেই উত্থান অহনার। সুযোগ পান অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। বর্তমানে তিনি মিশকা নামেই খ্যাত। এ হেন অহনা মায়ের অমতে উক্ত ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ান। এমনকি বিয়েও করেন। শীঘ্রই মা হতে চলেছেন। মেয়ের সম্পর্ক না মানলেও যে তিনি মেয়ের ক্ষতি চান না এদিন সেটাই বুঝিয়ে দিলেন চাঁদনি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা
কী লিখেছেন চাঁদনি?
এদিন ফেসবুকের পাতায় একটি পোস্ট করে চাঁদনি গঙ্গোপাধ্যায় লেখেন, 'আমি হুট করে বদলে যাওবার মানুষ না আর একবার বদলালে ফিরে তাকানোর বা তার পিছনের আঘাতটা অন্যদের বোঝানোরও মানুষ না। তাই আমাকে নিয়ে বেশি ভেবে সময় নষ্ট করে কি হবে বলুন? সবাই ভাল থাকুন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি ভিকটিম কার্ড খেলি না।' আর সেই পোস্টের জবাবেই এক ব্যক্তি উত্তর দিনাজপুরের সেই ভাইরাল ঘটনার খবরের স্ক্রিনশট পোস্ট করেন। অর্থাৎ মেয়ে প্রেম করে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছে বাড়ির লোক। সেই খবরের স্ক্রিনশট দেখেই নিজের প্রতিক্রিয়া জানালেন চাঁদনি।
আরও পড়ুন: 'চিন্তা, মানসিক উত্তেজনা ...', সন্তান আসার আগে 'পরম' যত্ন নিয়ে কী বললেন 'হবু মা' পিয়া?
এদিন তিনি লেখেন, 'দয়া করে এগুলো শেয়ার করবেন না। সবাই সুস্থ থাকুক।' চাঁদনির এই উত্তর দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'একেই বলে মায়ের মন।' আরেকজন লেখেন, 'মায়েরা কখনও ক্ষতি চায় না।'
প্রসঙ্গত সদ্যই অহনা জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। চলতি বছরের মাঝামাঝি ভূমিষ্ট হবে অহনা এবং দীপঙ্করের সন্তান। তাঁরা ২০২৫ এর গোড়ার দিকে তাঁদের বিয়ের কথাও সকলের সঙ্গে ভাগ করে নেন।
আরও পড়ুন: 'বাবুর মা’য়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন কিছু মানুষ! অরিজিতা বললেন, 'অপমান করছি...'