২০২৫ সালের ১ জানুয়ারি বিয়ের খবর সামনে আনেন টলি-অভিনেত্রী অহনা দত্ত। যিনি দর্শকের কাছে বেশি পরিচিতি পেয়েছেন অনুরাগের ছোঁয়ার মিশকা হিসেবে। অহনা নিজেই জানান যে, প্রায় ১ বছর আগেই বিয়ে করে নিয়েছেন তিনি ও দীপঙ্কর। তবে সামাজিকভাবে ধুমধাম করে নয়, একেবারে একান্তে দীপঙ্করের বাড়ির লোকদের সামনেই আইনি কাগজে সইসাবুদ করে এক হন তাঁরা।
অহনার দিকে এরপরই যে প্রশ্নটি ওঠে তা হল, মা চাঁদনীকে জানিয়েছিলেন। প্রসঙ্গত, একাই চাঁদনী বড় করেছেন মেয়েকে। স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে থাকতেন। সেখানেই মেয়েকে বড় করা, আর সঙ্গী বয়স্ক মা-বাবা। অহনাকে বড় করতে একের পর এক আত্মত্যাগ, যে গল্প শোনা গিয়েছিল ডান্স বাংলা ডান্স রিয়েলিটির শো-র মঞ্চে। যেখানে অংশ নিয়েছিলেন মেয়ে ও মা একসঙ্গে।
আরও পড়ুন: বেহাল হাল ইমার্জেন্সির, সোমবার আসতেই ভরাডুবি কঙ্গনার! ৪র্থ দিনে কত আয় বক্স অফিসে

সে যাই হোক, এরপরই অনুরাগের ছোঁয়ায় কাজ করার সুযোগ। আর সেই সিরিয়ালের সুবাদেই আলাপ মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে। তাঁর ১৮ বছরের মেয়ে, ডিভোর্সি ছেলের সঙ্গে প্রেম করুক, চাননি চাঁদনী। এদিকে অহনাও মাকে বোঝাতে পারেননি, তাঁর আর দীপঙ্করের ভালোবাসা। ফলত, বিচ্ছেদ। বিগত ২ বছর ধরে কথা বন্ধ মা-মেয়ের।
আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রসেনজিৎ-জিৎ-ঋতুপর্ণারা, কোয়েলের মেয়ের মুখ দেখতেই কি এই জমায়েত?
চাঁদনী একটি ইনস্টা স্টোরি শেয়ার করেন সম্প্রতি। যা একটি মিরর সেলফি। আর সেই ছবির উপরে লেখা, ‘আমি কখনো কারও খারাপ চাইনি। বরং আমি খুশি ওরা ওদের নিজের রং আমাকে দেখিয়েছে এবং আমি স্বেচ্ছায়ই তাঁদের যেতে দেই।’ যদিও অহনার কোনো উল্লেখ নেই, তবে এ যে মায়ের একা হয়ে যাওয়ার যন্ত্রণা বুঝতে সমস্যা হয় না।
আরও পড়ুন: ‘এত নেগেটিভিটি…’, কেন দীপঙ্করকে বিয়ের খবর ১ বছর লুকোলেন অহনা! মাকে জানিয়েছিলেন? জবাব ‘মিশকা’র
খুব ভালো নাচ করেন অহনা। নিজের ডান্স অ্যাকাডেমিও খুলেছেন। সেখানের ছাত্রছাত্রীরাই বর্তমানে তাঁর সন্তানের জায়গা নিয়েছে। কদিন আগে দেখা যায়, চাঁদনীর জন্মদিনে তাঁকে উপহারে ভরিয়ে দিয়েছেন সেই ডান্স অ্যাকাডেমির শিক্ষার্থীরা। তবে সেই দিন বা তাঁর আগে-পরে কিন্তু মায়ের জন্য কোনো পোস্ট আসেনি অহনার সোশ্যাল মিডিয়াতে। আপাতত কাজ আর নতুন সংসার নিয়েই ব্যস্ত তিনি। মায়ের জন্মদিনে বরং জ্বলজ্বল করছিল অহনার ইনস্টাগ্রামে প্রেমিক থুরি বর দীপঙ্করের সঙ্গে একটি মাখোমাখো ছবি।