বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের খুনের তত্ত্ব উড়িয়ে দিল এইমসের বিশেষজ্ঞ দল : রিপোর্ট

সুশান্তের খুনের তত্ত্ব উড়িয়ে দিল এইমসের বিশেষজ্ঞ দল : রিপোর্ট

সুশান্ত সিং রাজপুত (ফাইল ছবি, সৌজন্য ইনস্টাগ্রাম sushantsinghrajput)

রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে বলেছেন, ‘আমরা সরকারি রিপোর্টের অপেক্ষা করছি। সত্যি কখনও পরিবর্তিত হতে পারে না।’

খুন করা হয়নি। আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (সিবিআই) এমনই মত দিল দিল্লি এইমসের বিশেষজ্ঞদের দল। সূত্র উল্লেখ করে একথা জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সূত্রের খবর, সুশান্ত মামলায় খুঁটিনাটি পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। মেডিকো-লিগ্যাল মতামত দেওয়ার পর সেই মামলা ফাইল বন্ধ করে দিয়েছে এইমসের বিশেষজ্ঞ দল। সেই রিপোর্টের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের তদন্তের গতিপ্রকৃতি মিলিয়ে দেখছে বলে সূত্রের খবর। এইমসের বিশেষজ্ঞ দলের প্রধান সুধীর গুপ্ত আবার 'ইন্ডিয়া টুডে'-কে বলেছেন, 'সুশান্তের মৃত্যু আত্মহত্যার ঘটনা। খুনের সম্ভাবনা পুরোপুরি খারিজ হয়ে গিয়েছে।'

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বইয়ের কুপার হাসপাতালের রিপোর্টের সঙ্গে সহমত পোষণ করেছে এইমসের বিশেষজ্ঞ দল। যে হাসপাতালে সুশান্তের অটোপসি হয়েছিল। তাতে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যারই স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল। পারিপার্শ্বিক প্রমাণেও খুনের কোনও ইঙ্গিত মেলেনি। বরং সেই প্রমাণ থেকে আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে বলে সূত্রের খবর।

তবে সূত্রের খবর, আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তদন্ত চালিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে যে অভিযোগ নথিভুক্ত করেছিল বিহার পুলিশ। কিন্তু সুশান্তের মৃত্যু মামলায় আপাতত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা যোগ করা হচ্ছে না বলে সূত্রের খবর। একাধিক সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি বলেছে, ‘তদন্তে সবদিক খোলা আছে। অন্য কিছুর যদি প্রমাণ মেলে, তাহলে ৩০২ ধারা (খুন) যোগ করা হবে। কিন্তু তদন্তের ৪৫ দিনে সেরকম কোনও প্রমাণ মেলেনি।’

সেই রিপোর্ট নিয়ে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে বলেছেন, ‘আমরা সরকারি রিপোর্টের অপেক্ষা করছি। সত্যি কখনও পরিবর্তিত হতে পারে না।’

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.