প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বয়স হয়েছিল ২৪ বছর। দীর্ঘ ২০ দিনের লড়াই শেষ হয়েছে। কাছের মানুষ এবং অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি অভিনেত্রীর। তাঁকে ঘিরে কত স্মৃতি এবং সুন্দর মুহূর্ত রয়েছেন পরিবার এবং কাছের মানুষদের।
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে কোনও দিনও দেখাই হয়নি অভিনেত্রী জয়া আহসানের। তবে ঐন্দ্রিলাকে না চিনেও তাঁকে যেন বড্ড কাছের মনে হয়েছে দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রীর।
আরও পড়ুন: এ দিন দিদিকে দেখে ঝাঁপিয়ে পড়েনি, নিশ্চুপ ঐন্দ্রিলার দুই ভালোবাসা তোজো-বোজো
ঐন্দ্রিলা প্রয়াণের খবরে মন বিষন্ন জয়ার। শোকপ্রকাশ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঐন্দ্রিলাকে ব্যক্তিগত ভাবে চিনি না, কিন্তু কিছু মানুষ থাকেন যাঁদের দেখলে জীবন ঝকমকিয়ে ওঠে। সমাজমাধ্যমে সে ভাবেই ঐন্দ্রিলা বার বার ধরা দিয়েছে আমার কাছে।'
তিনি আরও লেখেন, ‘সব সময় মুখে উজ্জ্বল হাসি, জীবনশক্তিতে দৃপ্ত চোখ। জীবনের প্রতিটা মুহূর্ত আদর করে বেঁচে নিচ্ছিল মেয়েটা, সঙ্গে বাঁচার আসল মর্মটুকু শেখাচ্ছিল আমাদের প্রতিনিয়ত। কী হবে জীবন, যদি তা এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে... আজ ওর শেষ যাত্রায় যে অসীম অনুপ্রেরণা রেখে গেল ঐন্দ্রিলা, তাতেই শান্তি আসুক...।’
শেষে লেখেন, 'এমন অনুপ্রেরণা ভেন্টিলেশনের হাজার সুচকে বার বার বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যাওয়ার ক্ষমতা রাখে। সেই অসীম ক্ষমতায় ঐন্দ্রিলা আজ জয়ী... মৃত্যু, শোক, ওকে ছুঁয়ে নতুন অর্থ পেল। ভালো থেকো লড়াকু মেয়ে, মনের মাঝে জীবন চেতনা হয়ে অমর থেকো আজীবন।’
দু'বার ক্যানসার জয়ী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। টানা ২০ দিন কোমায় ছিলেন। আচমকাই ছন্দপতন। সব কিছু এলোমেলো করে চিরনিদ্রায় লড়াকু মেয়েটি।