বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila-Jaya: ‘কিছু মানুষ থাকেন যাঁদের দেখলে জীবন ঝকমকিয়ে ওঠে’, ঐন্দ্রিলাকে নিয়ে লিখলেন জয়া

Aindrila-Jaya: ‘কিছু মানুষ থাকেন যাঁদের দেখলে জীবন ঝকমকিয়ে ওঠে’, ঐন্দ্রিলাকে নিয়ে লিখলেন জয়া

ঐন্দ্রিলার জন্য শোকপ্রকাশ করলেন জয়া আহসান।

Aindrila Sharma-Jaya Ahsan: ঐন্দ্রিলা শর্মার সঙ্গে কোনও দিনও দেখা হয়নি অভিনেত্রী জয়া আহসানের। তবে ঐন্দ্রিলার প্রয়াণের খবরে শোকপ্রকাশ করলেন জয়া। 

প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বয়স হয়েছিল ২৪ বছর। দীর্ঘ ২০ দিনের লড়াই শেষ হয়েছে। কাছের মানুষ এবং অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি অভিনেত্রীর। তাঁকে ঘিরে কত স্মৃতি এবং সুন্দর মুহূর্ত রয়েছেন পরিবার এবং কাছের মানুষদের।

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে কোনও দিনও দেখাই হয়নি অভিনেত্রী জয়া আহসানের। তবে ঐন্দ্রিলাকে না চিনেও তাঁকে যেন বড্ড কাছের মনে হয়েছে দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রীর। 

আরও পড়ুন: এ দিন দিদিকে দেখে ঝাঁপিয়ে পড়েনি, নিশ্চুপ ঐন্দ্রিলার দুই ভালোবাসা তোজো-বোজো

ঐন্দ্রিলা প্রয়াণের খবরে মন বিষন্ন জয়ার। শোকপ্রকাশ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঐন্দ্রিলাকে ব্যক্তিগত ভাবে চিনি না, কিন্তু কিছু মানুষ থাকেন যাঁদের দেখলে জীবন ঝকমকিয়ে ওঠে। সমাজমাধ্যমে সে ভাবেই ঐন্দ্রিলা বার বার ধরা দিয়েছে আমার কাছে।'

তিনি আরও লেখেন, ‘সব সময় মুখে উজ্জ্বল হাসি, জীবনশক্তিতে দৃপ্ত চোখ। জীবনের প্রতিটা মুহূর্ত আদর করে বেঁচে নিচ্ছিল মেয়েটা, সঙ্গে বাঁচার আসল মর্মটুকু শেখাচ্ছিল আমাদের প্রতিনিয়ত। কী হবে জীবন, যদি তা এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে... আজ ওর শেষ যাত্রায় যে অসীম অনুপ্রেরণা রেখে গেল ঐন্দ্রিলা, তাতেই শান্তি আসুক...।’

শেষে লেখেন, 'এমন অনুপ্রেরণা ভেন্টিলেশনের হাজার সুচকে বার বার বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যাওয়ার ক্ষমতা রাখে। সেই অসীম ক্ষমতায় ঐন্দ্রিলা আজ জয়ী... মৃত্যু, শোক, ওকে ছুঁয়ে নতুন অর্থ পেল। ভালো থেকো লড়াকু মেয়ে, মনের মাঝে জীবন চেতনা হয়ে অমর থেকো আজীবন।’

দু'বার ক্যানসার জয়ী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। টানা ২০ দিন কোমায় ছিলেন। আচমকাই ছন্দপতন। সব কিছু এলোমেলো করে চিরনিদ্রায় লড়াকু মেয়েটি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.