বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলার পা ছুঁয়ে চুমু, কপালে চন্দন পরিয়ে পরম যত্নে বিদায় জানালেন সব্যসাচী

Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলার পা ছুঁয়ে চুমু, কপালে চন্দন পরিয়ে পরম যত্নে বিদায় জানালেন সব্যসাচী

ঐন্দ্রিলাকে হারিয়ে শোকে পাথর সব্যসাচী, এভাবেই জানালেন শেষ বিদায়।

ঐন্দ্রিলাকে শেষ মুহূর্তেও একা ছাড়েননি সব্যসাচী। ২০ দিন ধরে তিনিও ঠাঁয় বসেছিলেন হাসপাতালে। শেষ কাজটাও করলেন নিজের হাতে। ভালোবাসাকে বিদায় জানালেন পরম যত্নে। 

কালো টি-শার্ট, মুখ একগাল দাঁড়ি, উস্কোখুস্কো চুল। থমথমে মুখ। দেখেই বোঝা যাচ্ছে ভিতরটা ফেটে গেলেও নিজেকে শক্ত করে রেখেছেন বাইরে থেকে। ঐন্দ্রিলার পরিবারকে সামলাচ্ছেন। হাসপাতাল থেকে যখন অভিনেত্রীর দেহ বের করে তাঁর বাড়ি ও টলিউডের টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হয় তখন তিনি সামনে আসেননি। তবে কেওড়াতলায় গিয়ে নিজের হাতে নামালেন গাড়ি থেকে। এবারেও বান্ধবীর পাশ ছাড়েননি। আসলে শেষ মুহূর্ত অবধি পাশে থাকার অঙ্গীকার যে দেওয়াই ছিল।

শেষ বিদায় জানালেনও খুব যত্ন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনি ঐন্দ্রিলার পা নিয়ে নিজের কপালে ঠেকাচ্ছেন। তাতে চুমু খাচ্ছেন। এরপর মাথার কাছে বসে খুব যত্ন নিয়ে চন্দন পরিয়ে দিচ্ছেন কপালে। যা দেখে চোখের জল আটকাতে পারেননি অনেকেই। সব্যসাচী-ঐন্দ্রিলাকে যে এভাবেও দেখতে হবে তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেনি।

২৪ বছরের মেয়েটা সত্য়িই ফাইটার! জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েছেন। শেষ কটা দিন বারবার কার্ডিয়াক অ্যারেস্ট এসেছে। তবে রবিবার দুপুরের দিকে আসা অ্যাটাকটা আর সামলানো গেল না। দুপুর ১২.৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর।

তবে ঐন্দ্রিলারা এত সহজে হারিয়ে যান না, তা রবিবার ফের প্রমাণ করেছে মানুষ। হাজার হাজার মানুষের চোখের জল ছিল তাঁর জন্য। অগুণতি ভক্ত এসেছিল প্রিয় মানুষটাকে একবার দেখতে। একবার ছুঁতে। পরিবারও সেভাবে বাঁধা দেয়নি কাউকে। মানুষ এসেছে, ফুল দিয়েছে, অকাতরে চোখের জল ফেলেছে। চিরশান্তির দেশে যাতে মেয়েটা খুব ভালো থাকে, মন থেকে সবাই সেটাই প্রার্থনা করে গিয়েছে।

 

বায়োস্কোপ খবর

Latest News

'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.