বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila Sharma Health Update: রাতে ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট! উদ্বেগে চিকিৎসকরা, এখন কেমন আছেন ঐন্দ্রিলা

Aindrila Sharma Health Update: রাতে ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট! উদ্বেগে চিকিৎসকরা, এখন কেমন আছেন ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে চিকিৎসকরা।

Aindrila Sharma Health Update: হাসপাতাল সূত্রে খবর, এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সিপিআর দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকেরা সর্বক্ষণ সঙ্গে সঙ্গে রয়েছেন অভিনেত্রীর। ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে চিকিৎসকরা।

শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। শনিবার রাতে (হিসেব মতো রবিবার) ১০ বার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর। 

হাসপাতাল সূত্রে খবর, এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী। সিপিআর দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকেরা সর্বক্ষণ সঙ্গে সঙ্গে রয়েছেন। সব রকমে সাপোর্টে রাখা সত্ত্বেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে ঐন্দ্রিলার।

১ নভেম্বর থেকে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন প্রথমে তাঁর ব্রেন স্ট্রোক হয়। এরপর তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে।

গত ১৭ নভেম্বর জানা যায়, রক্তচাপ ওঠানামা করছে অভিনেত্রীর। সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধও চলছে। বৃহস্পতিবার রাত থেকেই ঐন্দ্রিলার শরীর পুরো অসাড়। চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখে কোনও প্রতিক্রিয়া নেই। চোখের পাতাও নড়ছে না অভিনেত্রীর। শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন ঐন্দ্রিলাকে। আশার আলো ক্ষীণ।

শনিবার সন্ধায় ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় ঐন্দ্রিলার। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল হাসপাতাল সূত্রে। তবে গতকাল রাতের পর আচমকা অবস্থার অবনতি।

ঐন্দ্রিলার পরিস্থিতি নিয়ে যাবতীয় আপডেট ফেসবুকের মাধ্যমে জানাতেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কিন্তু শনিবারই আচমকা নভেম্বর মাসের সব পোস্ট মুছে দেন তিনি। আচমকা কেন সব পোস্ট মুছে দিলেন অভিনেতা, প্রশ্ন উঠছে ঐন্দ্রিলা-ভক্তদের মনে। আরও চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। সব পোস্ট কেন মুছলেন সব্যসাচী, তা জানা যায়নি।

বন্ধ করুন