বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila Sharma: টেলিভিশনের পর্দায় আবারও নিয়মিত দেখা যাবে ঐন্দ্রিলাকে, ফিরছে ‘জিয়ন কাঠি’

Aindrila Sharma: টেলিভিশনের পর্দায় আবারও নিয়মিত দেখা যাবে ঐন্দ্রিলাকে, ফিরছে ‘জিয়ন কাঠি’

ঐন্দ্রিলা শর্মা

Aindrila Sharma's Jiyon Kathi: আবারও সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ঐন্দ্রিলা অভিনীত শেষ ধারাবাহিক। কবে থেকে আর কখন দেখবেন?

প্রাণবন্ত, সদা হাসিখুশি মেয়েটা আজ ১৩ দিন হল পাড়ি দিয়েছে না ফেরার দেশে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর শোক আজও ভুলতে পারছে না তাঁর ফ্যানেরা। দ্বিতীয়বার অভিনেত্রী ক্যানসার জয় করবার পর তাঁকে আবারও ছোটপর্দায় দেখতে মুখিয়ে ছিল তাঁর গুণমুগ্ধরা। একটু একটু করে কাজের জগতে ফিরছিলেন ঐন্দ্রিলা। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে অভিনয় করেন, কালার্স বাংলার মহালয়া-তে ধরা দেন তিনি। এইসবের মাঝেই আচমকাই পালটে গেল সবকিছু। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিশ দিন পর প্রয়াত হলেন ঐন্দ্রিলা।

কিন্তু কথায় আছে শিল্পীর মৃত্যু হয় না। নিজেদের কাজের মধ্যে দিয়েই তাঁর বেঁচে থাকেন। মাত্র কয়েক বছরের অভিনয় জীবনে বাংলা টেলিভিশনে কিছু না-ভোলবার মতো কাজ উপহার দিয়েছেন ঐন্দ্রিলা। পাশাপাশি ঐন্দ্রিলা মানেই তো নতুন আলোর দিশা। মানুষকে নতুন করে বাঁচবার অনুপ্রেরণা দিয়েছেন বহরমপুরের এই ভূমিকন্যা। ঐন্দ্রিলাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সান বাংলায় আবারও সম্প্রচারিত হতে চলেছে ‘জিয়ন কাঠি’। এই সিরিয়ালে জাহ্নবীর চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। তাঁর অভিনীত শেষ সিরিয়াল এটি। এখন প্রশ্ন হল কবে থেকে আর কখন দেখা যাবে এই সিরিয়াল?

শুক্রবার সান বাংলা কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টে ‘জিয়ন কাঠি’র কিছু অবিস্মরণীয় মুহূর্তের কোলাজ তুলে ধরে জানানো হয়, ‘ঐন্দ্রিলা আমাদের মধ্যেই আছে, আমাদের মন-প্রাণ জুড়ে, জাহ্নবীর রূপে। চলুন আরেকবার দেখি জাহ্নবীর গল্প ‘জিয়নকাঠি’ ৫ ডিসেম্বর সোমবার থেকে বিকেল ৫.৩০টায়'।

হ্যাঁ, আগামী সোমবার থেকেই সান বাংলার পর্দায় আবারো দেখা যাবে ‘জিয়ন কাঠি’। চ্যানেলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঐন্দ্রিলার ভক্তরা। এই ধারাবাহিকে শুরুতে ঐন্দ্রিলার বিপরীতে অভিনয় করেছিলেন জয় মুখোপাধ্যায়, পরে অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহারের জেরে বাদ পড়েন তিনি, পরিবর্তে নায়ক চরিত্রে আসেন সোমরাজ মাইতি। দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হওয়ার পর নিজের অসুস্থতা সত্ত্বেও এই ধারাবাহিকের শ্যুটিং করেছিলেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা। কতটা মনের জোর থাকলে এমনটা করা সম্ভব? হয়ত ঐন্দ্রিলা বলেই সবটা সম্ভব। ‘জিয়ন কাঠি’র পরশেই টেলিভিশনের পর্দায় ফের ‘জীবন্ত’ হবেন প্রয়াত অভিনেত্রী।

‘ইউয়িং সারকোমা’-র রোগী ছিলেন ঐন্দ্রিলা। এই টাইপের ক্যানসার সহজে পিছু ছাড়ে না। চিকিৎসকদের ধারণা ক্যানসার রিভাইভ করেছিল ঐন্দ্রিলার শরীরে, তা আচমকা মাথায় ছড়িয়ে যাওয়াতেই গত ১লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এরপর কোমায় চলে যান অভিনেত্রী। দীর্ঘ টানাপোড়েনর পর গত ২০শে নভেম্বর দুপুরে মৃত্যু হয় ঐন্দ্রিলা শর্মার।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সযে যেতে হয়...', ভালোবাসায় সিলমোহর, শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.