বাংলা নিউজ > বায়োস্কোপ > মেয়ে চলে গেছে দেড় মাস আগে, ফের ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা! চলছে চিকিৎসা

মেয়ে চলে গেছে দেড় মাস আগে, ফের ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা! চলছে চিকিৎসা

মায়ের সঙ্গে ঐন্দ্রিলা (ছবি-ফেসবুক)

Aindrila Sharma: মেয়েকে হারিয়েছেন দু-মাস আগে। ইতিমধ্যেই শরীরে বাসা বেঁধেছে মারণরোগ। আগামী ১৩ই জানুয়ারি অস্ত্রোপচার হওয়ার কথা শিখা দেবীর। 

দু-মাসও হয়নি মারণরোগ ক্যানসার কেড়ে নিয়েছে ঐন্দ্রিলা শর্মাকে। এর মাঝেই ফের দুশ্চিন্তা ঘিরে ধরেছে অভিনেত্রীর পরিবারকে। ১৪ বছর পর আবারও ক্যানসার ফিরে এসেছে ঐন্দ্রিলার মা শিখা শর্মার শরীরে। আগামী ১৩ই জানুয়ারি কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ক্যানসারের অপারেশন হতে চলেছে শিখা দেবীর। জানা গেল, গত ১লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার আগেই মা-কে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঐন্দ্রিলা। 

প্রয়াত অভিনেত্রীর মা জানিয়েছেন, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার কিছুদিন আগেই তাঁর ক্যানসার রিল্যাপস করেছিল। এক সাক্ষাৎকারে শিখা শর্মা জানান, ‘ও নিজে দিল্লিতে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছিল। অস্ত্রোপচারের সব ব্যবস্থা করছিল।’ ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে ঐন্দ্রিলার মায়ের। ইতিমধ্যেই দু-বার কেমোথেরাপি হয়েছে শিখা দেবীর। 

ঐন্দ্রিলা যখন হাওড়ার বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তখনও রেডিয়েশন থেরাপি জারি ছিল শিখা দেবীর। কেমো চললেও এক মুহূর্তের জন্য কান্তি আসেনি তাঁর শরীরে, মেয়েকে বাঁচিয়ে তুলতে নিজের সবটুকু উজার করে দিয়েছিলেন। গলা বুজে আসে শিখা শর্মার বলেন, ‘যেদিন ও চলে গেল, তার পরদিন থেকেই আমি বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না।’

ভালো নেই শিখা দেবী। মেয়ের স্মৃতি আঁকড়েই কাটছে দিন, সঙ্গে শারীরিক অসুস্থতা। সর্দিকাশি পিছু ছাড়ছে না, তবে অপারেশনের আগে তা সারিয়ে তুলতে হবে। মেয়ের মৃত্যুর পর দিল্লি গিয়ে চিকিৎসা করাতে আগ্রহী নন তিনি, তাঁর কথায়- ‘সত্যি বলতে কী আর নিজেদের জন্য চিন্তা হয় না। মেয়েটাই রইল না!’

ভালো থাকা হবে না জেনেও বেঁচে আছেন শিখা শর্মা। লড়াই জারি আছে ক্যানসারের সঙ্গে। আপতত বহরমপুরে ঐন্দ্রিলার বাবা-মা। কাজে যোগ দিয়েছেন দুজনেই। ঐন্দ্রিলা দু-বার ক্যানসারকে পরাজিত করেছেন। তবে অভিনেত্রীর মস্তিষ্কে ক্যানসারের কোষ ছড়িয়ে পড়েছিল, ধারণা চিকিৎসকদের। সেই কারণেই ১লা নভেম্বর ব্রেন স্ট্রোকের শিকার হন তিনি।  ‘ইউয়িং সারকোমা’-র রোগী ছিলেন ঐন্দ্রিলা। এই টাইপের ক্যানসার সহজে পিছু ছাড়ে না। চিকিৎসকদের ধারণা ক্যানসার রিভাইভ করেছিল ঐন্দ্রিলার শরীরে। ব্রেন স্ট্রোকের পর কোমায় চলে যান অভিনেত্রী। দীর্ঘ টানাপোড়েনর পর গত ২০শে নভেম্বর দুপুরে মৃত্যু হয় ঐন্দ্রিলা শর্মার। 

আরও পড়ুন-‘যদি ওর পদবি খান হত..’,এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড নিয়ে বিস্ফোরক বিবেক!

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মেনেছে ঐন্দ্রিলা, তবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তাঁর মা, শিখা শর্মা এমনটাই প্রার্থনা অভিনেত্রীর ভক্তদেের। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.