দু-দু'বার ক্যানসারের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন। চলতি মাসের শুরুতেই ব্রেন স্ট্রোক। তারপর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নেট-মাধ্যমে সকল ভক্তদের আর্জি যেন জলদি সুস্থ হয়ে ওঠেন তিনি। শুক্রবার রাতেই ফেসবুকে পোস্ট শেয়ার করে প্রেমিক সব্যসাচী চৌধুরী জানিয়েছেন আগের থেকে একটু উন্নতি হয়েছে। এখনও তাঁরা আশা ছাড়ছেন না টলিউডের এই ‘ফিনিক্স’ পাখির ফিরে আসার। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাদাগিরির পুরনো একটা ক্লিপিংস। যেখানে সৌরভ তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘এখানের সবার আয়ু যেন তোমার লাগে’। যা চোখে জল এনে দিয়েছিল অভিনেত্রীর।
‘এত আলোয় আলো আকাশ’-এ নাচ করেছথিলেন ঐন্দ্রিলা। তারপর সৌরভের সঙ্গে নাচের ইচ্ছেপ্রকাশও করেন। এরপরই মহারাজকে নিজের দ্বিতীয়বার ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প শোনান। যা শুনে সৌরভ জানান, এর আগে ঐন্দ্রিলার সঙ্গে তাঁর দেখা হয়নি। কিন্তু তিনি ফলো করতেন অভিনেত্রীর স্টোরি। এমনকী সৌরভকে বলতে শোনা যায়, ‘তোমার বয়ফ্রেন্ড যেভাবে তোমাকে সঙ্গ দেয় তাতে আমার সম্মান আরও বেড়ে গিয়েছে। আমার শুভেচ্ছা জানিও ওকে।’ প্রসঙ্গত, ক্যানসার থেকে সেরে উঠেই গিয়েছিলেন তিনি দাদাগিরিতে খেলতে। এরপর সৌরভের কথায় উঠে আসে যুবরাজ সিং-এর লড়াইও। তারপরই তিনি বলে ওঠেন ‘দেখবে বাড়িতে বড়রা বলে আমার আয়ু যেন তোর লাগে। আমিও আজ বলছি এখানে উপস্থিত সকলের আয়ু যেন তুমি পাও।’
শুক্রবার সব্যসাচী জানান, বর্তমানে ঐন্দ্রিলা আগের তুলনায় ভালো আছেন। একপ্রকার কোনও সাপোর্ট ছাড়া আছেন। ভেন্টিলেশনে থেকেও বেরোনোর চেষ্টা করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই গায়ক অরিজিৎ সিং তাঁর চিকিৎসার সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। শোনা যাচ্ছে আরও চিকিৎসার জন্য ঐন্দ্রিলাকে ভেলোর নিয়ে যাওয়ার কথাও ভাবছে বাড়ির লোক। সকলের একটাই আশা দ্রুত হাসি মুখে ফিরে আসুক মেয়েটা মায়ের কোলে, প্রেমিকের বুকে। আবার প্রানোচ্ছ্বল পোস্ট করুক অনুরাগীদের মুখে হাসি ফোটাতে।