অল্প দিনেই নজর কেড়েছিল তাঁদের প্রেম। সদ্যই বিবেকের মৃত্যুর পর তাঁর এবং সৃজনার প্রেমের গল্পের সঙ্গে উসকে যায় ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর সম্পর্কের কথা। অভিনেত্রী যখন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন, তাঁর শেষ দিন পর্যন্ত পাশে থেকেছেন অভিনেতা। দেখতে দেখতে ঐন্দ্রিলার মৃত্যুর পর ২ বছর কেটে গিয়েছে। আজও কি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ আছে সব্যসাচীর? কী জানালেন অভিনেত্রীর মা শিখা শর্মা?
আরও পড়ুন: কেবল রাজনীতির ময়দানে নামার নয়, এসেছিল মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ! কোন ভয়ে অফার ফেরান সোনু?
আরও পড়ুন: 'ভোজপুরি তো হবে না', ইমনের পর এবার শ্রোতার আবদার খারিজ দিব্যাণীর! 'ফুলকি'র তারিফ গর্গর
সব্যসাচীর সঙ্গে যোগাযোগ আছে ঐন্দ্রিলার পরিবারের?
এদিন এই বিষয়ে ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা দ্য ওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'সব্যকে তো চিনি মিষ্টির (মিষ্টি ঐন্দ্রিলার ডাকনাম) সুবাদে। আগামী দিনে কী হবে জানি না কেউই, কিন্তু এখনও সব্য মিষ্টিকেই...' তিনি কথা না শেষ করলেও কী বলতে চেয়েছেন তা বেশ স্পষ্ট। শুধু এতটুকুই নয়। এদিন শিখা দেবী জানান, তাঁরা ঐন্দ্রিলা এবং সব্যসাচীকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। এখনও তাঁদের সঙ্গে অভিনেতার যে বেশ ভালো সম্পর্ক আছে সেটা বলার অপেক্ষা রাখে না।
তিনি এদিন আরও জানান তাঁর মেয়ে মিষ্টি ওরফে ঐন্দ্রিলা চেয়েছিলেন একটি প্রযোজনা সংস্থা খুলতে, যাতে সেটার মাধ্যমে তিনি আরও অনেক মানুষের রুটিরুজির ব্যবস্থা করতে পারেন। তাঁর সেই স্বপ্ন পূরণ করেছেন তাঁরা। মূলত সেই প্রযোজনা সংস্থা দেখেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। বাবা মাও সাহায্য করেন। এই বিষয়ে শিখা শর্মা জানান, 'কোনও বুদ্ধি লাগলে, সাহায্য লাগলে বড় মেয়েকে ও সাহায্য করে।'
আরও পড়ুন: 'সেটা কখনও ভোলবার নয়', মনমোহন সিংয়ের প্রয়াণে কোন অভিজ্ঞতার কথা মনে করে আবেগঘন হয়ে পড়লেন রূপম?
ঐন্দ্রিলা এবং সব্যসাচী প্রসঙ্গে
২০২২ সালের নভেম্বর মাসে দীর্ঘদিনের লড়াইয়ের অবসান করে না ফেরার দেশে পাড়ি দেন ঐন্দ্রিলা শর্মা। তাঁর মৃত্যুর পর অভিনেতাকে দেখা গিয়েছে তাঁর পা ধরে চুমু খেতে। এমনকি গুটিয়েও নেন নিজেকে। সোশ্যাল মিডিয়া থেকে সরে যান। বেশ লম্বা একটা বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরেন। কয়েকজন বন্ধুর সঙ্গে শুরু করেন ইউটিউব চ্যানেল। ঐন্দ্রিলার কঠিন লড়াইয়ে তিনি যেভাবে তাঁর পাশে থেকে আগলে রেখেছিলেন সেটা আজও বহু প্রেমী জোড়ার কাছে জ্বলন্ত উদাহরণ হয়ে আছে।