বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila Sharma Photo: বিয়ের সব প্রস্তুতির মাঝে, চলে যায় প্রাণ! ঐন্দ্রিলার সোশ্যালে কোন ছবি, এল চোখে জল

Aindrila Sharma Photo: বিয়ের সব প্রস্তুতির মাঝে, চলে যায় প্রাণ! ঐন্দ্রিলার সোশ্যালে কোন ছবি, এল চোখে জল

প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সোশ্যাল মিডিয়াতে এ কোন ছবি!

২০২১ সালের নভেম্বর মাসে না ফেরার দেশে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। তবে মঙ্গলবার হঠাৎই নেটিজেনদের বুকটা ছ্যাঁৎ করে উঠল। এমন কী ছবি এল প্রয়াত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে?

বছর দুই আগে ক্যানসার কেড়ে নিয়েছিল একটা মিষ্টি প্রাণ। এমন এক অভিনেত্রী, যার মৃত্যুতে চোখের জল ফেলেছিল আট থেকে আশি। শেষযাত্রায় সামিল হয়েছিল বহু মানুষ। যাতে ছিল তারকারাও।

২০২১ সালের নভেম্বর মাসে না ফেরার দেশে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। তবে মঙ্গলবার হঠাৎই নেটিজেনদের বুকটা ছ্যাঁৎ করে উঠল। কারণ অভিনেত্রীর প্রোফাইলে দেওয়া হল পুরনো একটা ছবি। দেখা গেল বাড়িতে পুজো। তসর রঙের গোলাপি পাড়ের একটি শাড়ি পরে আছেন তিনি। মুখ ভরা হাসি। খুব হালকা সাজ। ছবির ক্যাপশনে কতগুলো সাদা ফুল দেওয়া। অভিনেত্রীর পরিবারের কোনও এক সদস্যই হয়তো এই পোস্টটি করেছেন।

আরও পড়ুন: যৌনতার জন্য নয়…’! চারদিকে ‘পরকীয়া’, গৌরব-পত্নী দেবলীনা কী কামনা করেন মনে-মনে

অঙ্কুশ হাজরার বান্ধবী ঐন্দ্রিলা সেন কমেন্টে লিখেছেন, ‘লাভ ইউ সোনা… তুই আমাদের সঙ্গে সবসময় আছিস।’ দ্বিতীয়জন লিখলেন, ‘এক মুহূর্তের জন্য, অবাক হয়ে গিয়েছিলাম…’। তৃতীয়জন লেখেন, ‘এখনও বিশ্বাস হয় না, তুমি নেই’।

আরও পড়ুন: ‘আমার মেয়ে…!’ ফেলুদা-পুত্র অর্জুনের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, মনের কথা লিখল সৃজা

মাসখানেক আগেও ঐন্দ্রিলা ও তাঁর সাধ্যের চারপেয়ে সারমেয়র একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। আর সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘মা-ছেলে’। সঙ্গে রেড হার্ট ইমোটিকন। দেখা গিয়েছিল, বিছানায় শুয়ে আদর খাচ্ছেন পোষ্যের। সেখানেও একইভাবে প্রয়াত নায়িকাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা গিয়েছিল নেটিজেনদের। 

২০১৫ সালে ১৭ বছরের জন্মদিনের দিনই ছোট্ট ঐন্দ্রিলা জানতে পেরেছিলেন ক্যানসার আক্রান্ত হওয়ার কথা। তার আগেই অবশ্য ক্যানসার থাবা বসিয়েছিল শর্মা পরিবারে। মা শিখা শর্মার ক্যানসার ধরে পড়েছিল। স্বভাবতই মাকে এই মারণব্যাধিতে কষ্ট পেতে দেখা ঐন্দ্রিলা ভেঙে পড়েছিলেন। কিন্তু তা বলে জীবনটা থমকে থাকেনি। সেই সময় লড়াই করে সব হারিয়ে সুস্থ হন। নিজের স্বপ্ন পূরণেও সামিল হন। 

আরও পড়ুন: একা হয়েছেন হার্দিক! ডিভোর্সের পর, অগস্ত্যর জন্মদিনে নাতাশাই আদরে ভরালেন ছেলেকে, যা লিখলেন তা নিয়ে

টলিউডে কাজ শুরু করেন জিয়ন কাঠি ধারাবাহিকে। এরপর আলাপ প্রেমিক সব্যসাচীর সঙ্গে। জিয়ন কাঠি-তে কাজ করতে করতেই দ্বিতীয়বার ফিরে আসে ক্যানসার ২০১৯ সাল নাদাগ। সেবার ক্যানসার আক্রান্ত শরীর নিয়ে শ্যুটও করেন। অপারেশনে বাদ গিয়েছিল আধখানা ফুসফুস। তবে থেমে থাকেননি। ২০২১ সালে পুরো সেরে ওঠেন। ফেরেন শ্যুটিং সেটে। আর দ্বিতীয়বার ক্যানসারে ঢাল হয়েছিলেন সব্যসাচী নিজে। 

 ২০২২ সালে তৃতীয়বার ফিরে আসে মারণ রোগ, তেমনটাই ধারণা চিকিৎসকদের। এবার অবশ্য আর বাড়িতে আনা গেল না সুস্থ করে। আসলে ‘ইউয়িং সারকোমা’-র রোগী ছিলেন তিনি। এই ক্যানসার বারবার ফিরেফিরে আসে। ব্রেন স্ট্রোকের পর কোমায় চলে যান। সেখান থেকেই না ফেরার দেশে। শোনা যায়, সব ঠিক থাকলে ২০২৩ সালে বিয়ের পিঁড়িতেও বসতেন ঐন্দ্রিলা-সব্যসাচী। তবে তা আর হল কই! গল্পটা থেকে গেল অধরাই।

বায়োস্কোপ খবর

Latest News

লরি এসে মারে ধাক্কা, একটুর জন্য প্রাণে বাঁচলেন মধুমিতা সরকার, কেমন আছেন নায়িকা? বিশ্বকর্মা কি কোনও দেবতা? নাকি এটি দেবতাদের উপাধি! তাহলে আসল দেবতাটি কে প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ! বিপদে তারকা অ্যাথলিট জ্যোতিষও একটা বিজ্ঞান, বিশ্বাস আছে, বলছেন মিঠুন, দেবশ্রীর কথা উঠতেই বললেন… পণের দাবি না মেটায় স্ত্রীকে খুন করল স্বামী, বাপেরবাড়ি থেকে নিয়ে এসে অত্যাচার চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.