বছর দুই আগে ক্যানসার কেড়ে নিয়েছিল একটা মিষ্টি প্রাণ। এমন এক অভিনেত্রী, যার মৃত্যুতে চোখের জল ফেলেছিল আট থেকে আশি। শেষযাত্রায় সামিল হয়েছিল বহু মানুষ। যাতে ছিল তারকারাও।
২০২১ সালের নভেম্বর মাসে না ফেরার দেশে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। তবে মঙ্গলবার হঠাৎই নেটিজেনদের বুকটা ছ্যাঁৎ করে উঠল। কারণ অভিনেত্রীর প্রোফাইলে দেওয়া হল পুরনো একটা ছবি। দেখা গেল বাড়িতে পুজো। তসর রঙের গোলাপি পাড়ের একটি শাড়ি পরে আছেন তিনি। মুখ ভরা হাসি। খুব হালকা সাজ। ছবির ক্যাপশনে কতগুলো সাদা ফুল দেওয়া। অভিনেত্রীর পরিবারের কোনও এক সদস্যই হয়তো এই পোস্টটি করেছেন।
আরও পড়ুন: যৌনতার জন্য নয়…’! চারদিকে ‘পরকীয়া’, গৌরব-পত্নী দেবলীনা কী কামনা করেন মনে-মনে
অঙ্কুশ হাজরার বান্ধবী ঐন্দ্রিলা সেন কমেন্টে লিখেছেন, ‘লাভ ইউ সোনা… তুই আমাদের সঙ্গে সবসময় আছিস।’ দ্বিতীয়জন লিখলেন, ‘এক মুহূর্তের জন্য, অবাক হয়ে গিয়েছিলাম…’। তৃতীয়জন লেখেন, ‘এখনও বিশ্বাস হয় না, তুমি নেই’।
আরও পড়ুন: ‘আমার মেয়ে…!’ ফেলুদা-পুত্র অর্জুনের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, মনের কথা লিখল সৃজা
মাসখানেক আগেও ঐন্দ্রিলা ও তাঁর সাধ্যের চারপেয়ে সারমেয়র একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। আর সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘মা-ছেলে’। সঙ্গে রেড হার্ট ইমোটিকন। দেখা গিয়েছিল, বিছানায় শুয়ে আদর খাচ্ছেন পোষ্যের। সেখানেও একইভাবে প্রয়াত নায়িকাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা গিয়েছিল নেটিজেনদের।
২০১৫ সালে ১৭ বছরের জন্মদিনের দিনই ছোট্ট ঐন্দ্রিলা জানতে পেরেছিলেন ক্যানসার আক্রান্ত হওয়ার কথা। তার আগেই অবশ্য ক্যানসার থাবা বসিয়েছিল শর্মা পরিবারে। মা শিখা শর্মার ক্যানসার ধরে পড়েছিল। স্বভাবতই মাকে এই মারণব্যাধিতে কষ্ট পেতে দেখা ঐন্দ্রিলা ভেঙে পড়েছিলেন। কিন্তু তা বলে জীবনটা থমকে থাকেনি। সেই সময় লড়াই করে সব হারিয়ে সুস্থ হন। নিজের স্বপ্ন পূরণেও সামিল হন।
আরও পড়ুন: একা হয়েছেন হার্দিক! ডিভোর্সের পর, অগস্ত্যর জন্মদিনে নাতাশাই আদরে ভরালেন ছেলেকে, যা লিখলেন তা নিয়ে
টলিউডে কাজ শুরু করেন জিয়ন কাঠি ধারাবাহিকে। এরপর আলাপ প্রেমিক সব্যসাচীর সঙ্গে। জিয়ন কাঠি-তে কাজ করতে করতেই দ্বিতীয়বার ফিরে আসে ক্যানসার ২০১৯ সাল নাদাগ। সেবার ক্যানসার আক্রান্ত শরীর নিয়ে শ্যুটও করেন। অপারেশনে বাদ গিয়েছিল আধখানা ফুসফুস। তবে থেমে থাকেননি। ২০২১ সালে পুরো সেরে ওঠেন। ফেরেন শ্যুটিং সেটে। আর দ্বিতীয়বার ক্যানসারে ঢাল হয়েছিলেন সব্যসাচী নিজে।
২০২২ সালে তৃতীয়বার ফিরে আসে মারণ রোগ, তেমনটাই ধারণা চিকিৎসকদের। এবার অবশ্য আর বাড়িতে আনা গেল না সুস্থ করে। আসলে ‘ইউয়িং সারকোমা’-র রোগী ছিলেন তিনি। এই ক্যানসার বারবার ফিরেফিরে আসে। ব্রেন স্ট্রোকের পর কোমায় চলে যান। সেখান থেকেই না ফেরার দেশে। শোনা যায়, সব ঠিক থাকলে ২০২৩ সালে বিয়ের পিঁড়িতেও বসতেন ঐন্দ্রিলা-সব্যসাচী। তবে তা আর হল কই! গল্পটা থেকে গেল অধরাই।