অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে তার বিবাহিত জীবনে ঝামেলা ঘিরে অব্যাহত গুঞ্জনের মধ্যে, অভিনেত্রী ঐশ্বর্য রাইকে, তাঁর মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই ফিরতে দেখা গেল। নিউ ইয়র্কে কিছুদিন ছুটি কাটিয়ে ফিরলেন তাঁরা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের পরদিনই দুজনে দেশ ছেড়েছিলেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে অভিনেতাকে
বৃহস্পতিবার ভোরে মুম্বই বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল মা-মেয়েকে। অভিনেত্রীর মেয়ের সঙ্গে মুম্বইতে পা রাখার ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন েক পাপারাজ্জো।
আরও পড়ুন: চোখে অপরাশেনের পর সব ঠিক আছে তো শাহরুখের সঙ্গে? খুললেন না কালো সানগ্লাস
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমান জার্নির জন্য দুজনেই আরামদায়ক ও ক্যাজুয়াল পোশাক বেছে নিয়েছিলেন। ঐশ্বর্যকে দেখা গেল অল ব্ল্যাক লুকে, ম্যাচিং প্যান্টের উপর লম্বা কোট। তিনি লাল লিপস্টিক দিয়ে তাঁর সাজ সম্পন্ন করেছিলেন। আর চুলটা খোলাই রেখেছিলেন।
আরও পড়ুন: ‘আমার হৃদয় জিততে হলে, নিয়ে আসুন…’, মিঠাই রানি সৌমিতৃষার মন পেতে যে কাজ করতেই হবে
এদিকে, আরাধ্যাকে একটি আরামদায়ক বেগুনি রঙের সোয়েটশার্টে দেখা গেছে যা তিনি কালো প্যান্ট এবং সাদা স্নিকারের সঙ্গে পেয়ার আপ করেন। তার পিঠে একটি কালো স্লিং ব্যাগ ছিল। ঐশ্বর্যকে তার মেয়েকে আগলেই রাখতে দেখা গেল এদিনও। মা-মেয়ে জুটি ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন। দাম্পত্য কলহ ঘিরে সমস্ত গুজবে তারা খুব একটা বিচলিত নন বলেই মনে করা হচ্ছে। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের ধন্যবাদও জানিয়েছেন ঐশ্বর্য।
আরও পড়ুন: AI দিয়ে গলার আওয়াজ চুরি, বড় নির্দেশ দিল বম্বে হাইকোর্ট অরিজিৎ সিংকে
এমনকী, এক পাপারাজ্জো তাঁকে ‘ম্যাম কেমন আছেন?’ প্রশ্ন করলে, বেশ হেসেই জবাব দেন, ‘সব ঠিক আছে’। শাশুড়ির মতো মিডিয়ার সামনে হুজ্জুটি বা রাগ দেখাতে কখনোই দেখা যায় না প্রাক্তন বিশ্ব সুন্দরীকে।
নিউ ইয়র্কে ঐশ্বর্য
অভিনেতা তার মেয়ের সঙ্গে নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়েছিলেন। সম্প্রতি জেরি রেইনা নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঐশ্বর্যর সঙ্গে দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একটি ছবি নিউ ইয়র্কে তার সাম্প্রতিক বৈঠকের, অন্যটি ছিল অনেক পুরনো।
ক্যাপশনে জেরি লিখেছেন, ‘জীবনে দুবার নিজের আইডেলর সঙ্গে দেখা হওয়া আলাদা করে উল্লেখের দরকার রাখে। আমার সঙ্গে এত ভালো ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ। আমি যখন আপনাকে আমার জীবনে আপনার প্রভাব সম্পর্কে বললাম, কত গুরুত্ব দিয়ে আপনি শুনলেন! অনেকদিনের ইচ্ছে ছিল ধন্যবাদ জানাব। এই দুনিয়ার সকল খুশি আর আনন্দ আপনি পান, এই প্রার্থনা করি।’
১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন। তবে গোটা বচ্চন পরিবার একত্রে গেলেও, মা-মেয়ে গিয়েছিলেন আলাদা। এমনকী, অভিষেকও মা-বাবা, দিদি-জামাইবাবুদের সঙ্গেই যান বিয়েবাড়িতে। পরে বিয়ের অনুষ্ঠানের সময় তাঁকে মেয়ে-বউয়ের পাশে এসে বসতে দেখা যায়। ১৩ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠানে ঐশ্বর্য গিয়েছিলেন একাই। ডিভোর্স নিয়ে এখনও দুজনের কেউই মুখ খোলেননি। এরপর ১৪ তারিখ রওয়ানা দেন নিউ ইয়র্কের পথে।
কাজের সূত্রে, ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছিল 'পোন্নিয়িন সেলভান ২' ছবিতে।