বাংলা নিউজ > বায়োস্কোপ > ১৫ বছর হল বিয়ের শুনেই লজ্জায় লাল ঐশ্বর্য, অভিষেকের জামার হাতায় মুখ ডুবিয়ে বললেন…

১৫ বছর হল বিয়ের শুনেই লজ্জায় লাল ঐশ্বর্য, অভিষেকের জামার হাতায় মুখ ডুবিয়ে বললেন…

লজ্জায় লাল ঐশ্বর্য মুখ লুকোলেন অভিষেকের হাতে। 

 অভিষেক বচ্চন আর ঐশ্বর্য বিয়ে করেন ২০০৭ সালে। ২০১১ সালে জন্ম হয় আরাধ্যার। 

আবুধাবি-তে আয়োজিত আইফা অ্যাওয়ার্ড ২০২২-তে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই। আইফায় নাচ করেছিলেন অভিষেক, আর দর্শকাসনে বসে সমানে বরকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন ঐশ্বর্য। শুধু তাই নয়, সিটে বসে ঐশ্বর্যের সেই নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে গ্রিন কার্পেটে যখন ঐশ্বর্যকে বলা হয় তাঁর বিয়ের বয়স ১৫ বছর হল, তখন লজ্জায় লাল হয়ে যান সুন্দরী।

গ্রে প্যান্ট, সাদা শার্ট আর ভেলভেটের ব্লেজার পরেছিলেন অভিষেক। কালো আনারকলি-তে টুইনিং করছিলেন ঐশ্বর্য। এরপর সেখানে উপস্থিত এক সাংবাদিক যখন ঐশ্বর্যকে বলেন, বিয়ের বয়স দেখতে দেখতে তো ১৫ বছর হল, তখন বেশ লজ্জা পান রাই সুন্দরী। অভিষেকের হাতে মুখ গুঁজে উত্তর দেন, ‘ওহ, থ্যাঙ্ক ইউ।’

সঙ্গে অভিনেত্রী জানান, ‘আমি এখানে এসেছি ওকে নাচ করতে দেখতে আর উৎসাহ দিতে।’ এরপর যখন অভিষেককে প্রশ্ন করা হয়, কোন গানে নাচবেন তিনি, তখন বরের হয়ে উত্তর দিয়ে দেন ঐশ্বর্যই। বলেন, ‘দেখুন দেখুন, মজা হবে।’

আইফার আরেকটা ভিডিয়োতে দেখা গিয়েছে সাদা শেরওয়ানি পরে রণবীর সিং-এর ‘ততাড় ততাড়’-এ নাচ করছেন অভিষেক। এরপর নাচতে নাচতে স্টেজ থেকেও নেমে আসেন তিনি। আর বসে বসেই নাচতে শুরু করে দেন ঐশ্বর্য। পাশে থাকা আরাধ্যাও কাঁধ নাচাতে থাকে। অভিষেক এগিয়ে এসে মেয়ের হাত ধরে নাচেন। বউ-এর দিকে ছুঁড়ে দেন চুমু।

 

বন্ধ করুন