ঐশ্বর্য রাইকে আজকাল বেশিরভাগ সময় মেয়েআরাধ্যার সঙ্গেই দেখা যায়। বহুদিন হয়ে গেল, জনসম্মুখে জুটিতে আসেননি অভিষেক বচ্চনের সঙ্গে। এবার যেমন রাই সুন্দরী গিয়েছিলেন তাঁর খুরতুতো ভাই সাগর শেট্টির জন্মদিনে। সেখানেও সঙ্গী মা ও মেয়ে। পারিবারিক ছবি ইন্টারনেটে প্রকাশিত হতে না হতেই ভাইরাল। এদিকে তারই মাঝে বুধবার সকালে নিজের নতুন ছবির টিজার ঘোষণা করলেন অভিষেক বচ্চন।
কাকাতো ভাইয়ের জন্মদিনে ঘরোয়া সাজে ঐশ্বর্য
ঐশ্বর্যকে তাঁর পরিবারের সঙ্গে খুব সাদামাটা লুকেই দেখা গেল। একজন রেডিটে সেই ছবিতে মন্তব্য করেছেন, ‘কে বলবে দেখে, উনি বিশ্বসুন্দরী খেতাব পাওয়া, এক তারকা’! দ্বিতীয়জন লেখেন, ‘পরিবারের সবাই কত নম্রভাবে সেজেছে। দেখনদারি নেই এক ফোঁটা’। তৃতীয়জন লেখেন, ‘এরা সবাই ডাউন টু আর্থ! বচ্চনদের মতো অহংকারী নয়’।
অভিষেক বচ্চনের পরের ছবির ঘোষণা
পরিচালক সুজিত সরকারের সঙ্গে তাঁর পরের ছবি আই ওয়ান্ট টু টক-এর ঘোষণা করলেন অভিনেতা অভিষেক বচ্চন বুধবারেই। ছবিটি ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
টিজারে, একটি গাড়ির ড্যাশবোর্ডে অভিষেকের মুখ সম্বলিত একটি ছোট্ট পুতুল রাখা হয়েছিল। আর এটিকে কেবল খাকি শর্টস এবং কালো জুতো পরানো। গাড়ি চলছিল আর ব্যাকগ্রাউন্ডে অভিনেতার কণ্ঠস্বর শোনা যায়, 'আমি শুধু কথা বলতে ভালোবাসি না, আমি কথা বলার জন্যই বাঁচি। আমি শুধু জীবন ও মৃত্যুর মধ্যে এই মৌলিক পার্থক্যটাই দেখতে পাই। যারা বেঁচে আছেন তারা কথা বলতে পারেন; যারা মারা গেছে তারা পারবে না'।
আর এই টিজার শেয়ার করে অভিষেক লেখেন, ‘সকলেই জানি যে একজন ব্যক্তি কথা বলার জন্য বেঁচে আছেন। এখানে এমন একজন ব্যক্তির গল্প যিনি সর্বদা জীবনের উজ্জ্বল দিকটি দেখেন, জীবন তার দিকে যাই ছুঁড়ে দিক না কেন! আপনার পরিচিত ব্যক্তিকে ট্যাগ করুন যিনি কথা বলার জন্য বেঁচে আছেন!’
অভিষেক ও ঐশ্বর্যর ডিভোর্স নিয়ে জল্পনা
২০২৪ সালের জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের সময় ঐশ্বর্য ও বচ্চন পরিবারের মধ্যে দূরত্বের গুজব ছড়াতে শুরু করে। অমিতাভ বচ্চন, তাঁর স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, মেয়ে শ্বেতা, নাতি অগস্ত্য নন্দা এবং নাতনি নভ্যা নাভেলিকে নিয়ে আসেন বিয়েতে। আর আলাদা করে বিয়েতে এসেছিলেন ঐশ্বর্য ও তাঁর মেয়ে আরাধ্যা।
এরপর একা ঘুরতেও যান বচ্চন-বউমা মেয়েকে নিয়ে। বহুমাস একসঙ্গে কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স দেননি এই তারকা দম্পতি।