গতকাল অর্থাৎ বুধবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়, যেগুলি থেকে দাবি করা হয় দুর্ঘটনার মুখে পড়েছে ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ি। এই ঘটনাটি নিয়ে প্রাথমিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ভক্তদের সঙ্গে। কোথায় ঘটেছিল এই ঘটনা? কেমন আছেন অভিনেত্রী?
খবর অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র খুব কাছে। দুর্ঘটনার সময় অভিনেত্রী ছিলেন না গাড়িতে। তবে এই ঘটনার পরেই নাকি এক বাউন্সার বাংলো থেকে বেরিয়ে বাস চালককে চড় মারেন। তারপরেই সেখানে আসে পুলিশ।
আরও পড়ুন: অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে? শ্রদ্ধার পোস্ট দেখে কেন উদ্বিগ্ন ভক্তরা?
আরও পড়ুন: 'পাথর ছোড়া হয়নি…', দিল্লির কনসার্ট নিয়ে মুখ খুললেন সোনু
দ্য ফ্রি প্রেস জার্নালের মতে, BEST বাস (নম্বর 8021, রুট 231) জুহুর বাস ডিপো থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই অমিতাভ বচ্চনের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সঙ্গে ধাক্কা লেগে যায়। ক্ষতির পরিমাণ দেখতে বাস চালক যখন বাস থেকে নামেন, তখনই বাংলো থেকে এক বাউন্সার বেরিয়ে এসে বাস চালকক চড় মারেন।
চড়ের জবাবে বাস চালক সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানান। পুলিশ আসার পর অমিতাভের বাংলোর সুপারভাইজার বাউন্সারের আচরণের জন্য ক্ষমা চান। ক্ষমা চাওয়ার পর বাস চালক আইনি পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর বাস চালক বাস নিয়ে সেখান থেকে চলে যান।
খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি ঐশ্বর্য রাই বচ্চনের। তবে, বাস ও গাড়ির ধাক্কার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনও বক্তব্য আসেনি। অন্যদিকে, পুলিশও নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনও আইনি অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনাটি সেখানেই মীমাংসা করা হয়েছিল।
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
আরও পড়ুন: যে হোটেলে করতেন কাজ, সেখানেই আজ তিনি অতিথি, ভিডিয়ো শেয়ার করে আপ্লুত বোমান
প্রসঙ্গত, এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেছিলেন। কেউ কেউ অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন আবার অনেকে বিষয়টি নিয়ে মজা করেছেন। একজন লেখেন, ‘বাস চালকের কিছু হয়নি তো?’ আর একজন ঐশ্বর্যর শাশুড়ি জয়ার প্রসঙ্গ টেনে লেখেন, ‘জয়া হলে বলতেন: এটা ধাক্কা দেওয়ার একটা জায়গা হল?’ আর একজন অভিষেক ও নিমরতের প্রসঙ্গ টেনে লেখেন, ‘কে চালাচ্ছিল গাড়িটা অভিষেক না নিমরত?’