বৃহস্পতিবার ঐশ্বর্য স্বামী এবং কন্যার সঙ্গে গিয়েছিলেন প্রো কাবাডির সেমি ফাইনাল ম্যাচ দেখতে। সেখানে গিয়ে জয়পুর পিঙ্ক প্যান্থারকে সাপোর্ট করতে গিয়ে আচমকাই অন্য কিছুতে ব্যস্ত হয়ে যান অভিনেত্রী। আর হবে নাই বা কেন? সামনে যদি একটা পুঁচকে ভক্ত থাকে তার দিকে নজর না গিয়ে কি খেলায় মন দেওয়া যায়? একদমই না। আর সেই কারণেই তো এই অনুষ্ঠানে গিয়ে আরাধ্যা আর ঐশ্বর্য কিছু সুন্দর মুহূর্ত কাটালেন সেই শিশুটির সঙ্গে।
ঐশ্বর্য এবং আরাধ্যার পরনে ছিল পিঙ্ক প্যান্থারের জ্যাকেট। তাঁদের স্টেডিয়ামের করিডোরে দেখা যায় যেখানে তাঁরা দুজনে মিলে একটি শিশু এবং তাঁর মায়ের সঙ্গে কিছু সময় কাটান। অভিনেত্রী যে পুঁচকেটিকে দেখে ভীষণ খুশি হয়েছিলেন সেটা তাঁকে দেখেই বোঝা গেছে। তিনি বারবার শিশুটির নাক টিপে দিচ্ছিলেন। এরপর সেই শিশুটিকে ঐশ্বর্যর হাত ধরতে দেখা যায়। তাঁরা হ্যান্ডশেক করেন।
আরাধ্যাও ছিল ওর মায়ের সঙ্গে। আর সেই পুঁচকেটার সঙ্গে তাঁর মায়ের এই খুনসুটি যে সে বেশ উপভোগ করছিল সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এই ভিডিয়োতে অভিনেত্রীর অনেক ভক্তরাই রিঅ্যাক্ট করেছেন।
প্রো কাবাডির সেমি ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার বেঙ্গালুরু বুলসকে হারিয়ে দেয়। এরপরই জয়পুর পিঙ্ক প্যান্থারের মালিক অভিষেক বচ্চন এই আনন্দের খবর ইনস্টাগ্রামে ভাগ করে নেন। তিনি লেখেন, 'ভীষণ গর্ব বোধ করি এই দলটার জন্য। ফাইনালে পৌঁছে গিয়েছি। লেটস গো।' অমিতাভ বচ্চনও এই দলটাকে সমর্থন করেন এবং শুভেচ্ছা জানান। তিনি কমেন্টে লেখেন, 'ভীষণ ভীষণ গর্বিত। নিঃশব্দে কিন্তু তুমি তোমার দাম বুঝিয়ে দিয়েছ। অনেক ভালোবাসা।' ফারাহ খানও অভিষেকের পোস্টে কমেন্ট করে লেখেন, 'শুভেচ্ছা জুনিয়র।'
৪ বছর বিরতির পর এই বছর মণি রত্নমের ছবি ‘পন্নিয়িন সেলভান ১’ ছবির হাত ধরে পর্দায় ফেরেন। তাঁকে এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এখানে ঐশ্বর্য ছাড়াও বিক্রম, জয়ম রবি, কার্থি, তৃষা, প্রকাশ রাজ, প্রমুখকে দেখা গিয়েছিল।
এই ছবিটি হিন্দি, তেলেগু, কন্নড় ভাষাতেও মুক্তি পেয়েছিল তামিল ভাষা ছাড়াও। এটি এই বছরের সর্বোচ্চ আয় করা তামিল ছবি।