দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এ কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নীল নয়না সুন্দরী। আগামী ৩০ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে সেই ছবি। বিগ বাজেটের এই ছবিতে ঐশ্বর্য ছাড়াও অভিনয় করেছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু। ছবিতে দ্বৈত চরিত্রে রয়েছেন ঐশ্বর্য।
মুক্তির আগে শেষ মুহূর্তের প্রচার চলছে ছবির। প্রোমোশনাল ইভেন্টে যোগদানের জন্য মুম্বইয়ের উদ্দেশ্যে উড়ে গিয়েছে গোটা টিম। এ আর রহমান ফ্লাইট থেকে চিয়ান বিক্রমের একটি ছবি শেয়ার করেছেন। মিউজিক কম্পোজার ছবির ক্যাপশনে লেখেন, ‘অনুমান করুন কে আমার সঙ্গে ভ্রমণ করছে … #হায়দরাবাদ থেকে #মুম্বই যাওয়ার পথে …PS 1 প্রচার!’ আরও পড়ুন: Unmesh Ganguly: পুজো মানেই পরিবার, বাঁকুড়া ছেড়ে অন্য কোথাও কাটানোর কথা ভাবতেই পারেন না উন্মেষ
মজার বিষয় হল, ‘পোন্নিয়ান সেলভান’-এর লিড নারী চরিত্র ঐশ্বরর্য রায় বচ্চন এবং ত্রিশা কৃষ্ণানকেও দেখা গিয়েছে সেই সেলফিতে। ফ্লাইটে গল্প-গুজবে মশগুল থাকতে দেখা গিয়েছে তাঁদের। আরও পড়ুন: কুমিল্লায় সচিন দেব বর্মনের ভিটে নিয়ে কী ভাবছে বাংলাদেশ? জানেন, সেখানে কী হচ্ছে
ডিভা ঐশ্বর্য রায় বচ্চন সম্প্রতি চেন্নাইয়ে ছবিটির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে অংশ নিয়েছিলেন। এদিন কালো রঙা সালোয়ার কামিজে দেখা মিলল ঐশ্বর্য, সঙ্গে সোনালি জরির কাজ করা দুপাট্টায় ঝলমলে অ্যাশ। এক কথায় এদিনের অনুষ্ঠানের রূপের দ্যুতি ছড়ালেন নীল নয়না সুন্দরী। অনুষ্ঠানের কয়েকটি ভিডিয়ো এবং ছবিও ভাইরাল হয়েছে। ছবিতে পাজুভোর-এর রাজকুমারী নন্দিনী এবং রাজমাতা মন্দাকিনী দেবীর চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে। আরও পড়ুন: ‘কমেডির জন্য বড় ক্ষতি’: রাজু শ্রীবাস্তবের স্মরণ সভায় জনি, ছিলেন কপিল-ভারতীরা
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিয়ান সেলভান’ অবলম্বনে তৈরি এই ছবি। ছবির প্রেক্ষাপট দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের সূচনাকাল। ক্ষমতা দখলের লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের সম্পর্কে ফাটল ধরে-সেই গল্পই এখানে উঠে আসবে। ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল,তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি।