কান চলচ্চিত্র উৎসব মানেই যেন ঐশ্বর্য রাই। এ বছরও প্রাক্তন বিশ্ব সুন্দরী রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুত। বুধবার সন্ধ্যায় মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বিমানবন্দরে পৌঁছন তিনি। কানের উদ্দেশে রওয়ানা দিতে দেখা যায় তাঁকে। তবে ভক্তদের চমকে দিয়েছে ডান হাতটি। দেখা যাচ্ছে, সেটি চোট পেয়েছে। করা হয়েছে প্লাস্টার। এত বড় একটি উৎসবের আগে এ কী হয়ে গেল ঐশ্বর্যর সঙ্গে! বড় চিন্তায় ভক্তরা।
কানের পথে ঐশ্বর্য সঙ্গে আরাধ্যা:
পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডয়োতে দেখা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে গাড়ি থেকে নামছেন ঐশ্বর্য। অভিনেত্রীর ডান হাতে প্লাস্টার করা। তবে বাম হাতে কিন্তু ধরে ছিলেন আরাধ্যারই হাত। কালো পোশাকের সঙ্গে ছিল হাঁটু সমান লম্বা একটা নীল রঙের কোট। আর আরাধ্যাকে দেখা গেল নীল রঙের হুডি ও কালো প্যান্টে। বরাবরই মায়ের কানযাত্রার সঙ্গী সে!
আরও পড়ুন: ‘মা গিয়েছিল বাবার দ্বিতীয় বিয়েতে…’! পূজা বেদী কন্যা আলিয়া এফের বিস্ফোরক স্বীকারোক্তি
বিমান বন্দরে ঢোকার আগে ঐশ্বর্য কয়েক সেকেন্ডের জন্য সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে হাত নাড়েন এবং তারপরে চলে যান কানের উদ্দেশে উড়ে যেতে। দেখুন সেই ভিডিয়ো-
ঐশ্বর্যর চোট লাগা নিয়ে অনুরাগীর প্রতিক্রিয়া
রাই-সুন্দরীর হাতের প্লাস্টার কপালে ভাঁজ ফেলেছে তাঁর ভক্তদের। একজন লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী নায়িকা ঐশ্বর্য।কান উৎসবে ওকে দেখার জন্য আর তর সইছে না। অনেক ভালোবাসি’। অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘দেখুন এই ভাঙা হাতেও কীভাবে মেয়েকে আগলে রাখছেন। ওয়াও!’
আরও পড়ুন: বিবাহিত নায়কের ২য় স্ত্রী হতে হন মুসলিম, বরের সঙ্গে থাকেন না আর, বলুন তো কে এই বলি নায়িকা?
কানে ঐশ্বর্য:
ঐশ্বর্য রাই ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তাঁর ছবি দেবদাস এখানেই প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল'রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।
ঐশ্বরিয়া ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে এই বছর দেখা যাবে অদিতি রাও হায়দারি, শোবিতা ধুলিপালা ও কিয়ারা আদভানিকে।
আরও পড়ুন: ৬ বছরের সহবাস, তারপর বিয়ে! বেলুন সাজানো খাটে মিলনের ১ মাস উদযাপন রাতুল-রূপাঞ্জনার, সঙ্গী রিয়ান
ঐশ্বর্য ও বচ্চন পরিবার:
বিগত কয়েকমাস ধরে খবর আসছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঐশ্বর্যর। এমনকী, তিনি আর থাকেনও না জলসাতে। মায়ের সঙ্গে থাকেন মেয়েকে নিয়ে। অভিষেকের সঙ্গে ডিভোর্সের খবরে অবশ্য জল ঢেলেছেন কদিন আগে একটি মিষ্টি পারিবারিক ছবি দিয়ে। কিন্তু দেখা গিয়েছে, ননদ শ্বেতা বচ্চনের জন্মদিনের পার্টিতে তিনি আসেননি। এমনকী, অমিতাভ নাকি ইনস্টাগ্রাম থেকে আনফলোও করে দিয়েছেন ঐশ্বর্যকে।