বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya-Abhishek: অভিষেককে বাই বাই! দুবাই না গিয়ে কার টানে দেশেই থাকলেন ঐশ্বর্য

Aishwarya-Abhishek: অভিষেককে বাই বাই! দুবাই না গিয়ে কার টানে দেশেই থাকলেন ঐশ্বর্য

অভিষেক-ঐশ্বর্য

এদিকে কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। তখন অবশ্য অভিষেক যাননি,মেয়েকে নিয়ে একা-ই গিয়েছিলেন 'রাই'সুন্দরী।

আইফা-২০২৩-এর জন্য সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে। আর সেজন্যই দুবাই পৌঁছেছেন অভিষেক। তবে এবার স্বামীর সঙ্গে সেখানে গেলেন না স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন। মুম্বইতেই রয়েছেন তিনি। যাননি মেয়ে আরাধ্যাও কিন্তু কেন?

কেন ঐশ্বর্য ও আরাধ্যা তাঁর সঙ্গে দুবাই IIFA-অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে এলেন না? দুবাই পৌঁছেই এপ্রশ্নের মুখোমুখি হতে হল অভিষেক বচ্চনকে। এবিষয়ে অভিষেক বচ্চন জানান, আরাধ্যার স্কুল রয়েছে। আর সেকারণেই এবার ঐশ্বর্য আইফার অনুষ্ঠানে তাঁদের সঙ্গে থাকতে পারবেন না। তাই অভিষেক দুবাই পৌঁছে গেলেও ঐশ্বর্য ও আরাধ্যা মুম্বইতেই রয়েছেন।

এদিকে কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। তখন অবশ্য অভিষেক যাননি, মেয়েকে নিয়ে একা-ই সেখানে গিয়েছিলেন 'রাই'সুন্দরী।

আরও পড়ুন-ভিকিকে ঠেলা মারলেন সলমনের দেহরক্ষী? ক্যাটরিনার বরকে কি চিনতেই পারলেন না ভাইজান

প্রসঙ্গত, মা হওয়ার পর নিজের কেরিয়ারের থেকেও বেশি মেয়েকেই গুরুত্ব দিতে দেখা গিয়েছে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চনকে। যেখানেই যান মেয়েকে সঙ্গে করে নিয়ে বের হন তিনি। বেশকিছু সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজেও বলেছেন বর্তমানে কেরিয়ারের থেকেও তাঁর কাছে আরাধ্যাকে সুন্দর করে বড় করে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। মেয়ের পড়াশোনার যাতে কোনও ক্ষতি না হয়, সেকারণেই এবার আইফায় গেলেন না 'রাই'।

এদিকে অভিষেক, ভিকি ছাড়াও IIFA-অ্যাওয়ার্ডের যোগ দিতে দুবাই পৌঁছছেন সলমন খান। অনুষ্ঠানে জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গ দেবেন তিনি। নোরা ফাতেহি,রাকুল প্রীত সিংও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন।

এবার এই বছর, ভারতীয় সিনেমায় কৃতিত্বের-এর জন্য কমল হাসানকে সংবর্ধিত করা হবে। অন্যদিকে, আইফা ২০২৩-এ রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখও 'আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্বের' জন্য সম্মানিত হতে চলেছেন। সম্মানিত হতে চলেছেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা গুলিবিদ্ধ এনসিপি নেতা বাবা সিদ্দিকি, পরপর তিনটি বুলেট দ্রুততম ১০০ থেকে সর্বাধিক ছক্কা, হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে ৭টি রেকর্ড ভারতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.