বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya in Cannes Day 2: 'পুরো ঝিকিমিকি টুম্পা', কানে ঐশ্বর্যর লুক নিয়ে কটাক্ষ, মেকআপ ছাড়া সামনে এলেন আরাধ্যা

Aishwarya in Cannes Day 2: 'পুরো ঝিকিমিকি টুম্পা', কানে ঐশ্বর্যর লুক নিয়ে কটাক্ষ, মেকআপ ছাড়া সামনে এলেন আরাধ্যা

'পুরো ঝিকিমিকি টুম্পা', কানে ঐশ্বর্যর লুক নিয়ে কটাক্ষ, মেকআপ ছাড়া সামনে আরাধ্যা

Aishwarya in Cannes Day 2: ফের পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষা ঐশ্বর্যর। কানের লাল গালিচায় সবুজ-রুপালি ঝলমলে ঝালরে সাজানো পোশাকে হাজির বচ্চন বধূ। 

কানের লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চায়। ফ্রেঞ্চ রিভারা বরাবরই মেতে থাকে রাই সুন্দরীর জৌলুসে। বৃহস্পতিবার কানের রেড কার্পেটে কালো-সোনালি গাউনে সম্মোহিনী জাদু চালান অ্যাশ। তবে দ্বিতীয় দিন অভিষেক ঘরণীর সাজপোশাক দেখে নেটপাড়ার হাসির রোল। আরও পড়ুন-৪০-এ এসে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? বরের জন্মদিনে জল্পনা উস্কে দিলেন ভিকি ঘরণী

কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বর্য বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালি গাউন। শুক্রবার রাই সুন্দরীর দেখা মিলল সুবজ-রুপালি ঝালর গাউনে। নায়িকার ভাঙা ডান হাতে এদিনও প্লাস্টার। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল। ঐশ্বর্যর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বর্যকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বর্য, এমনটা নয়। তবে কোনওদিনই পালটা জবাব দেন না নায়িকা। 

কানের লাল গালিচায় ঐশ্বর্যর দ্বিতীয় লুক
কানের লাল গালিচায় ঐশ্বর্যর দ্বিতীয় লুক (REUTERS)

ঐশ্বর্য কান সফরের দ্বিতীয় দিনে মার্টিনেজ ব্যালকনিতে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যাকে। নীল রঙের ডিজাইনার পোশাকে ঐশ্বর্য ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের চিতা-প্রিন্টের কো-অর্ড সেটে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে ঐশ্বর্য-অভিষেকের ১২ বছরের কন্যার। এই কান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা করে নজর কেড়েছেন আরাধ্যা। মায়ের যেহেতু হাতে চোট, তাই সবসময়েই ঐশ্বর্যকে আগলে রাখছেন ছোট্ট আরাধ্য়া।

১৬ মে কান-এ আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মুম্বই এয়ারপোর্টে ঐশ্বর্যকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, চোট নিয়ে কীভাবে সবটা সামলাবেন তিনি, তা নিয়ে চিন্তা ছিল। তবে ভাঙা হাতে ঐশ্বর্য মোহময়ী। 

মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বর্যর ২১ তম সফর। ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সম্বলিত নীতা লুল্লা শাড়িতে অভিনয়ের মাধ্যমে কানে অভিষেক ঘটে তার। একই বছর তার ক্লাসিক ব্লকবাস্টার দেবদাসও মুক্তি পায়। তারপর থেকে কান আর ঐশ্বর্য যেন পরস্পরের পরিপূরক। 

 

বায়োস্কোপ খবর

Latest News

বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন মশা মারতে কামান দাগল ইংল্যান্ড, পাক সফরের শক্তিশালী টেস্ট স্কোয়াডে ফিরলেন স্টোকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.