কানের লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চায়। ফ্রেঞ্চ রিভারা বরাবরই মেতে থাকে রাই সুন্দরীর জৌলুসে। বৃহস্পতিবার কানের রেড কার্পেটে কালো-সোনালি গাউনে সম্মোহিনী জাদু চালান অ্যাশ। তবে দ্বিতীয় দিন অভিষেক ঘরণীর সাজপোশাক দেখে নেটপাড়ার হাসির রোল। আরও পড়ুন-৪০-এ এসে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? বরের জন্মদিনে জল্পনা উস্কে দিলেন ভিকি ঘরণী
কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বর্য বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালি গাউন। শুক্রবার রাই সুন্দরীর দেখা মিলল সুবজ-রুপালি ঝালর গাউনে। নায়িকার ভাঙা ডান হাতে এদিনও প্লাস্টার। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল। ঐশ্বর্যর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বর্যকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বর্য, এমনটা নয়। তবে কোনওদিনই পালটা জবাব দেন না নায়িকা।
ঐশ্বর্য কান সফরের দ্বিতীয় দিনে মার্টিনেজ ব্যালকনিতে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যাকে। নীল রঙের ডিজাইনার পোশাকে ঐশ্বর্য ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের চিতা-প্রিন্টের কো-অর্ড সেটে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে ঐশ্বর্য-অভিষেকের ১২ বছরের কন্যার। এই কান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা করে নজর কেড়েছেন আরাধ্যা। মায়ের যেহেতু হাতে চোট, তাই সবসময়েই ঐশ্বর্যকে আগলে রাখছেন ছোট্ট আরাধ্য়া।
১৬ মে কান-এ আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মুম্বই এয়ারপোর্টে ঐশ্বর্যকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, চোট নিয়ে কীভাবে সবটা সামলাবেন তিনি, তা নিয়ে চিন্তা ছিল। তবে ভাঙা হাতে ঐশ্বর্য মোহময়ী।
মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বর্যর ২১ তম সফর। ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সম্বলিত নীতা লুল্লা শাড়িতে অভিনয়ের মাধ্যমে কানে অভিষেক ঘটে তার। একই বছর তার ক্লাসিক ব্লকবাস্টার দেবদাসও মুক্তি পায়। তারপর থেকে কান আর ঐশ্বর্য যেন পরস্পরের পরিপূরক।