হাতের আঘাত, ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটাকে উপেক্ষা করে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবারও স্বমহিমায় উজ্বল ঐশ্বর্য রাই বচ্চন। কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর সাজ নিয়ে অনুরাগীদের বরাবরই আগ্রহ থাকে। এ বারও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই সাজের জন্যই এবার ব্যাপক ট্রোল হতে হল রাইসুন্দরীকে।
শুক্রবার ছিল কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। সেদিন 'কাইন্ডস অফ কাইন্ডনেস'-এর স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার আগে রেড কার্পেটে হাঁটেন বলি ডিভা। পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি ফিরোজা ও রূপালি রঙের উজ্বল এক গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী। আর তাঁর সেই পোশাক দেখেই শুরু নেটিজেনদের সমালোচনা। অনেকেই ব্যঙ্গ করে তাঁর পোশাককে জন্মদিনে বাড়ি সাজানোর সরঞ্জামের সঙ্গে তুলনা করেন।
আরও পড়ুন: প্রথমবার Cannes-এর মঞ্চে কিয়ারা! সাদা পোশাকেই কাড়লেন লাইমলাইট
তাঁর পোশাক দেখে একব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই পোশাকের অনুপ্রেরণা কী ছিল? জন্মদিনের পার্টি? আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন, ঐশ্বর্য।' অন্য আর এক এক্স ব্যবহারকারী শিবাঙ্গী যাদব তাঁর এক্স হ্যান্ডেলে 'কান'-এর দ্বিতীয় দিনে নায়িকার একটি ছবি শেয়ার করে লেখেন, 'ঐশ্বর্য আপনার কাছে আমার আন্তরিক আবেদন দয়া করে আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন। আপনি এত সুন্দরী, কিন্তু এটা কেমন পোশাক বলুনতো! আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।' অন্য আরও এক এক্স ব্যবহারকারী লেখেন, 'আমি জানি না কেন কিন্তু আমার দেখে মনে হচ্ছে ঐশ্বর্যর স্টাইলিস্ট তাঁকে মেট গালার জন্য সাজিয়েছেন কানের জন্য নয়।'
আরও পড়ুন: 'আজ মাহির জন্যই এই চলচ্চিত্র উৎসবে ' Cannes-এর মঞ্চে ছেলে, গর্বিত বাবা শান
প্রসঙ্গত, দ্বিতীয় দিনের পোশাক নিয়ে যতই ট্রোল হোক না কেন, প্রথম দিনের লুক দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। ফ্যাশনে এখন ‘মোনোক্রোম’-এর রমরমা। সেই ধারা বজায় রেখে ঐশ্বর্যা বেছে নিয়েছিলেন পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককেরই তৈরি করা একটি কালো রঙের ‘করসেট’ গাউন। বুক জুড়ে ছিল সোনালি রঙের জ্যামিতিক কারুকাজ। কাঁধ থেকে মাটিছোঁয়া ট্রেন, তার উপর অজস্র প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তাঁরাও সোনালি রঙের ছটায় রঙিন। সঙ্গে বাঁ হাতে ছিল মানানসই আংটি, আর কানে ছিল সোনালি রঙের ‘হুপ’ দুল। হালকা মেকআপ এবং ‘হাফটাই’ চুলের সকলের নজর কাড়েন অভিনেত্রী।
মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বৃহস্পতিবার ফ্রেঞ্চ রিভেরায় পৌঁছেছিলেন ঐশ্বর্য। তিনি ছাড়াও কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ অন্যান্য ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে উপস্থিত ছিলেন কিয়ারা আডবানী, অদিতি রাও হায়দারি-সহ আরও অনেকে।