বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya Rai: ভাঙা হাত নিয়েই মায়ের জন্মদিন সেলিব্রেট করলেন ঐশ্বর্য, সঙ্গী মেয়ে, দূরত্ব বজায় রেখে এবারও এলেন না অভিষেক

Aishwarya Rai: ভাঙা হাত নিয়েই মায়ের জন্মদিন সেলিব্রেট করলেন ঐশ্বর্য, সঙ্গী মেয়ে, দূরত্ব বজায় রেখে এবারও এলেন না অভিষেক

বৃন্দা রাই-এর জন্মদিনে মেয়ে ঐশ্বর্য ও নাতনি আরাধ্যা

বৃন্দা রাইয়ের জন্মদিনে ঐশ্বর্য রাই এবং আরাধ্যা বচ্চন দুজনেই কালো পোশাকে জুটি বেঁধেছিলেন। অভিনেতাকে আহত হাত নিয়ে ছবি তুলতে দেখা গেছে।

সম্প্রতি কাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন, দেশে ফিরেই সোজা মায়ের কাছে চলে এসেছেন ঐশ্বর্য রাই বচ্চন।, সঙ্গী মেয়ে আরাধ্যা। ঐশ্বর্য অবশ্য এখন মা বৃন্দা রাই-এর কাছেই থাকেন বলে জানা যায়। ২৩ মে রাত ১২টার পর অর্থাৎ শুক্রবার মা বৃন্দা রাই-এর জন্মদিন সেলিব্রেট করার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন 'রাই সুন্দরী'।

ঐশ্বর্যর শেয়ার করা সেই ছবিগুলিতে তাঁর সঙ্গে মেয়ে আরাধ্যা ও অন্যান্য আত্মীয়দের দেখা যাচ্ছে। সামনে রাখা হয়েছে ঐশ্বর্যর বাবার ছবি। তবে এবারও দেখা গেল না অভিষেক বচ্চনকে। ছবিগুলিতে দেখা যাচ্ছে বৃন্দা রাই-এর জন্য হাজির বেশ কয়েকটি কেক ও ফুলের তোড়া। বৃন্দা রাই চেয়ারে বসেছিলেন, আর ঐশ্বর্য তাঁর চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসেছিলেন। আর আরাধ্যা তাঁর দিদার ঠিক পিছনে।

ঐশ্বর্য এদিন তাঁর ভাঙা হাত নিয়েই পোজ দিয়েছেন। আর তাঁকে এবং আরাধ্যাকে কালো পোশাকে দেখা গিয়েছে। ছবিগুলি পোস্ট করে ক্যাপশানে দিয়েছেন, ‘অনেক ভালোবাসা বার্থ ডে গার্ল, প্রিয় মা..দোড্ডা...'। সঙ্গে জুড়েছেন লাভ ইমোজি।

আরও পড়ুন-'ঠিক খুঁজে হুগলির ভোটারদের এনেছেন', দিদি নম্বর ১-এর প্রতিযোগীকে নিয়ে কেন ট্রোলড রচনা?

ঐশ্বর্যর এই পোস্টে নেটপাড়ার বিভিন্ন মন্তব্য উঠে এসেছে। অনেকেই জানতে চেয়েছেন  'অভিষেক বচ্চন কোথায়?' কারোর প্রশ্ন, ‘অভিষেক কেন এই সেলিব্রেশনের অংশ নয়?’ অনেকেই বৃন্দা রাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকেই মেয়ে হিসাবে ঐশ্বর্যর প্রশংসাও করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে আন্টি!! এমন একটা সেনসেশন নিয়ে এসেছ তুমি! তুমিও নিশ্চয়ই একজন অসাধারণ মানুষ!’

প্রসঙ্গত গত ২০ মে ঐশ্বর্য যখন ভোট দিতে গিয়েছিলেন, তখনও তাঁর সঙ্গে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। বহুদিন ধরেই ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের দূরত্বের ছবিই বারবার উঠে এসেছে। মাঝে অবশ্য আম্বানিদের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে গুজরাটে উপস্থিত হয়েছিলেন 'রাই সুন্দরী'। তবে ওই পর্যন্তই। অভিষেকের সঙ্গে মাঝে মধ্যে ঐশ্বর্যকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও, বচ্চন বাড়ির অন্যান্য সদস্যদের তাঁর সঙ্গে আর দেখা যায়নি।

প্রসঙ্গত,৭৭ কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বর্য। সেখানও তাঁর সঙ্গী ছিল মেয়ে আরাধ্যা। সেখান থেকে মুম্বই ফিরে পাপারাৎজির উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় রাই সুন্দরীকে। কানের রেড কার্পেটে কালো এবং সোনালি স্ট্র্যাপলেস গাউনে দেখা গিয়েছিল ঐশ্বর্য। সেসময়ও তাঁর চোট পাওয়া হাতে প্লাস্টার দেখা যায়। তবে কীভাবে তিনি চোট পেয়েছেন তা অবশ্য জানান যায়নি। এদিকে সিনেমার ক্ষেত্রে ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের পন্নিয়িন সেলভান ২ ছবিতে রানি নন্দিনীর বেশে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.