সবসময়ের মতো এবারও তাঁর সঙ্গী মেয়ে আরাধ্যা। মেয়েকে নিয়েই আবু ধাবিতে আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরষ্কার (আইফা) উৎসব ২০২৪-এ হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেতো নাহয় হল, কিন্তু অনুষ্ঠানে ঢোকার আগেই রেড কার্পেটে রাই সুন্দরীকে দেখে একী করলেন সঞ্চালিকা!
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঐশ্বর্যকে সামনে পেয়ে কথা বলার পরিস্থিতিতে নেই খোদ সঞ্চালিকা। তাঁকে এত কাজ থেকে দেখতে পাওয়ার আনন্দে আবেগে কেঁদে ফেলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থাপক কাঁদতে কাঁদতে স্বীকারও করে নেন যে তাঁর মতো বিউটি কুইনের সঙ্গে দেখা হওয়া আদপে তাঁর স্বপ্ন ছিল। উপস্থাপিকা বলেন, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত।’
মর্মস্পর্শী ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঐশ্বর্য দৃশ্যতই অভিভূত। তিনি ক্রন্দনরত উপস্থাপিকাকে সান্ত্বনা দিচ্ছেন। এমনকি ঐশ্বর্য তাঁকে একটা উষ্ণ আলিঙ্গনও করেন। ইতিমধ্যেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐশ্বর্যকে সঞ্চালিকাকে স্পর্শ করে ‘ওহ, ওহ মাই গড’ বলতে শোনা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়া এই ভিডিয়োটি উঠে আসতেই অনেকেই ঐশ্বর্যকে নম্র ও বিনয়ী বলে মন্তব্য করেছেন। কারোর আবার মন্তব্য, ‘প্রথমবার আমি ঐশ্বর্য রাইয়ের একটি ভিন্ন অবতার দেখলাম ... এবং আমি এইজন্যই ভালবাসি’।
আইফায় ঐশ্বরিয়া
ঐশ্বর্য রাই তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে আবু ধাবিতে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরষ্কার (আইফা) উৎসব ২০২৪-এ অংশ নিয়েছিলেন। যেখানে তিনি ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা একটা কালো এবং সোনালি পোশাক বেছে নেন।
আইফায় ঐশ্বর্য পোন্নিয়িন সেলভান ২ এর জন্য সেরা অভিনেত্রী (তামিল) পুরস্কার জিতে নিয়েছেন। ছবিটি আইফা উৎসবের ১৩টি বিভাগে মনোনীত হয়। অনুষ্ঠানে মণি রত্নমের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন ঐশ্বর্য। তিনি বলেন, ‘নির্মাতা হিসেবে মণি রত্নমের বিবর্তনের কথা আমি বলতে পারব না, কারণ আমি ওঁকে সবসময় শ্রদ্ধা করি। তাই শুরু থেকেই আমি শুধু এটুকুই বলি যে, আমার প্রথম সিনেমায় ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। আমি এতটাই সম্মানিত হয়েছিলাম যে তিনি আমাকে পোন্নিয়িন সেলভানে তাঁর নন্দিনী হতে বলেছিলেন।’
আইফা ২০২৪ সম্পর্কে
আইফা ২০২৪, ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আরবের আবু ধাবি শহরে অনুষ্ঠিত হয়েছিল। তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য নিবেদিত আইফা উৎসবম দিয়ে তিনদিন ব্যাপী এই উদযাপনটি শুরু হয়েছিল।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শাহরুখ খান, ভিকি কৌশল এবং করণ জোহর আইফা অ্যাওয়ার্ডস নাইটে সঞ্চালকের ভূমিকায় দর্শকদের বিনোদন দিয়েছেন। আইফার মঞ্চে ফিরেছেন রেখাও। এছাড়াও শাহিদ কাপুর, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর এবং ভিকি কৌশলও অনুষ্ঠানে পারফর্ম করেছেন।