বি-টাউনে কান পাতলেই এখন ঐশ্বর্য রাই আর অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু তার মাঝেই বছর শেষে নায়িকার সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। অভিনেত্রী সর্বশেষ বলিউড তারকা যিনি অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে নজর কেড়েছিলেন। এবার অ্যাকাডেমি মিউজিয়াম তাঁর ২০০৮ সালের হিট ছবি ‘যোধা আকবর’-এর ভিডিয়ো শেয়ার করে দিল এক বিশেষ বার্তা।
অ্যাকাডেমি ঘোষণা করেছে, ‘যোধা আকবর’ ছবিতে 'যোধা বাঈ' -এর বিয়ের সময় যে লেহেঙ্গায় ঐশ্বর্যকে দেখা গিয়েছিল অ্যাকাডেমি মিউজিয়ামের প্রদর্শনীতে তা এবার প্রদর্শিত হতে দেখা যাবে। ‘যোধা আকবর’ -এ ঐশ্বর্য রাইকে লাল রঙের লেহেঙ্গায় দেখা গিয়েছিল। জারদোজি কাজ করা, শতাব্দী প্রাচীন কারুশিল্প মিশেলে এই লেহেঙ্গার সৌন্দর্য্য সবার নজর কেড়েছিল। এই লেহেঙ্গা আসলে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির একটি নিদর্শন। তাই একটু ভালো করলে খেয়াল করলে দেখা যাবে এই লেহেঙ্গায় জাতীয় পাখি ময়ূর, যা দামী পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। নীতা লুল্লা এই পোশাকটি ডিজাইন করেছিলেন। অ্যাকাডেমি মিউজিয়ামের কালার ইন মোশন প্রদর্শনীতে এবার এই লেহেঙ্গা প্রদর্শিত হতে চলেছে।'
আরও পড়ুন: এপি ধিলোঁ ও দিলজিতের দ্বন্দ, উপেক্ষা করেই মুম্বইয়ের কর্নসাটে বনিতা সান্ধু! ভাইরাল ভিডিয়ো
অ্যাকাডেমির শেয়ার করা ভিডিয়োটিতে আশুতোষ গোয়ারিকরের সিনেমার দৃশ্যও শেয়ার করা হয়েছে। সেখানে মুঘল সম্রাট আকবরের চরিত্রে হৃতিক রোশনকেও দেখা যায়। সেখানে লেহেঙ্গার ঝলকও দেখা যায়। তাছাড়াও দেখা যায় এটি একটি ম্যানিকুইনের উপর পরানো আছে।
আরও পড়ুন: একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন মহম্মদ রফি ও লতা মঙ্গেশকর! জানেন কেন?
ভক্তদের প্রতিক্রিয়া
এই পোস্ট প্রকাশ্যে আসতেই ঐশ্বর্য ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন। একজন লিখেছেন, 'হলিউড, আপনারা কি এই নান্দনিকতাকে পরাজিত করতে পারেন?' আরেকজন লিখেছেন, ‘অবশেষে ঐশ্বর্য রাইয়ের ছবিকে স্বীকৃতি দিল অ্যাকাডেমি।’
এর আগে অ্যাকাডেমির পক্ষ থেকে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের বেশ কিছু ছবির দৃশ্যও শেয়ার করা হয়েছিল। এগুলি ছিল 'বাজিরাও মাস্তানি' এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘কাভি খুশি কাভি গম’ -এর দৃশ্য।
প্রসঙ্গত, অস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে ২০২৫-এর ১৭ জানুয়ারি। সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের এন্ট্রি লাপাতা লেডিস ইতিমধ্যেই দৌড় থেকে ছিটকে গিয়েছে। পায়েল কাপাডিয়া 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' -এর জন্য সেরা পরিচালক বিভাগে স্বতন্ত্র মনোনয়ন এখনও ভারতের জন্য কিছুটা আশার আলো জ্বালিয়ে রেখেছে।
সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে শর্টলিস্টেড হয়েছে গুনীত মোঙ্গার অনুজা। ছবিটি পোশাক শিল্পে শিশু শ্রমের গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আলোকপাত করেছে এবং এতে অভিনেতা নাগেশ ভোঁসলেকে একটি মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। ২০২৫ সালের ৩ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
অনুজা ছাড়াও অস্কারের দৌড়ে টিকে থাকা আরও একটি ছবি হল সন্ধ্যা সুরি পরিচালিত ব্রিটিশ-ভারতীয় ছবি ‘সন্তোষ’। অভিনেত্রী শাহানা গোস্বামী অভিনীত 'সন্তোষ' অস্কারের জন্য যুক্তরাজ্যের অফিসিয়াল এন্ট্রি। চলতি বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবে 'আন সার্টেন রিগার্ড' বিভাগে ছবিটির প্রিমিয়ার হয়।