বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya-Alia: আলিয়ার কোলে ভালো-ভালো ছবি সাজিয়েছে ‘গডফাদার’ করণ জোহর, দাবি ‘হিংসুটে’ ঐশ্বর্য-র

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দিয়ে নিজেকে বলিউডের সেরা নায়িকার তালিকায় নিয়ে গিয়েছেন আলিয়া ভাট। একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন মহেশ-ভাট কন্যা। একবার ঐশ্বর্য রাই নিজের এক সাক্ষাৎকারে এই নিয়ে জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির গডফাদার করণ জোহর কীভাবে আলিয়াকে সাহায্য করেছে বলিউডে নিজের জায়গা বানাতে। 

‘ফেনি খান’-এর মুক্তির সময় ঐশ্বর্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আলিয়ার জন্য এটা কত ‘আরামদায়ক’ যে করণ ওঁর হাতে একটার পর একটা সুযোগ তুলে দিচ্ছে। বলিউড হাঙ্গামাকে ঐশ্বর্য বলেন, ‘আমি এটা ওঁকে এর আগেও বলেছি, ‘এটা তোমার জন্য দুর্দান্ত সুযোগ’। করণ জোহর তোমাকে কেরিয়ারের শুরু থেকে যেভাবে সুযোগ করে দিয়েছে। এরকম একটা প্রতিষ্ঠানকে পাশে পাওয়া সত্যি সৌভাগ্যের। কারণ একজন অভিনেত্রী হিসেবে তুমি জান তোমার জন্য সামনে ভালো সুযোগই আছে সামনে।’ আরও পড়ুন: 'ব্রহ্মাস্ত্র' নিয়ে অমিতাভ-করণের মনোমালিন্য! বিগ বি'র মানভঞ্জনে তৎপর প্রযোজক

সঙ্গে আলিয়া ভাট-এর ব্যাপারে ঐশ্বর্য আরও বলেন, ‘কিন্তু ভালোটা হল ও ভালো কাজ করছে, ভালো সুযোগের সঙ্গে, যা ওর কোলে প্রতিনিয়ত সাজিয়ে দেওয়া হচ্ছে, রোজ।’

তবে ঐশ্বর্যর এই পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা ধরনের মন্তব্য ভেসে আসছে। একজন লিখেছেন, ‘আলিয়া কিন্তু নিজেকে প্রমাণ করেছে। করণ জোহর এত বোকা নয় যে বাজে অভিনয় করলেও আলিয়াকে বারবার সুযোগ দেবে।’ আরেকজন লিখেছেন, ‘এটা তো শুনেই মনে হচ্ছে ঐশ্বর্য হিংসে করে। মিষ্টি কথায় হেসে হেসে বলতে চায় করণ জোহরের জন্যই বলিউডে একটার পর একটা কাজ পাচ্ছে আলিয়া।’

কাজের সূত্রে, ২০১৮ সালে ‘ফেনি খান’-এই শেষ দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে। মেয়ে হওয়ার পর কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন সুন্দরী। এরপর তামিল ছবি Ponniyin Selvan-এ তাঁকে দেখা যাবে। এদিকে হলিউডে ডেবিউ করছেন আলিয়া। শ্যুটও শুরু করে দিয়েছেন ‘হার্ট অফ স্টোন’ ছবির।

 

বন্ধ করুন