বাবা কৃষ্ণরাজ রাইয়ের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে একটি পোস্ট শেয়ার করেছেন ঐশ্বর্য রাই। মঙ্গলবার ইনস্টাগ্রামে ঐশ্বর্য কয়েকটি ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন: Filmfare-এর মঞ্চে শুভশ্রীর হাত থেকে পুরস্কার নিয়েই রাজঘরণীর পুরনো কথা ফাঁস করলেন মিমি
প্রথম ছবিটিতে দেখা গিয়েছে ঐশ্বর্যর বাবার মালা পরা একটি ছবি। তার পরের ছবিতে দেখা গিয়েছে তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন দাদুর ছবিতে মাথা নিচু করে প্রণাম করছে। পরের ছবিতে ঐশ্বর্যকে মাথা নিচু করে প্রণাম করতে দেখা গিয়েছে। ঐশ্বর্য ও আরাধ্যা দু'জনকেই সাদা পোশাকে দেখা গিয়েছে।
আরও পড়ুন: বুধবার খুশির খবর! দ্বিতীয়বারের জন্য মা হলেন মানসী, ছেলে না মেয়ে হল?
ছবিটি শেয়ার করে ঐশ্বর্য পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে সব সময় ভালোবাসি প্রিয় ড্যাডি-আজ্জা। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত আশীর্বাদ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: অভিনয়ে পা পঙ্কজ কন্যার, কোথায় কোন ভূমিকায় দেখা যাচ্ছে আশিকে?
প্রসঙ্গত, দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১৭ সালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐশ্বর্যর বাবা কৃষ্ণরাজ। ঐশ্বর্য তাঁর বাবার খুব কাছের ছিলেন। তাই সব সময় জন্ম ও মৃত্যু বার্ষিকীতে বাবাকে শ্রদ্ধা জানাতে ভোলেন না নায়িকা। ঐশ্বর্য বাবা কৃষ্ণরাজ ও মা বৃন্দা রাইয়ের খুব স্নেহের পাত্রী। তবে তিনি ছাড়াও তাঁর বাবা মায়ের আর এক সন্তান রয়েছেন। তিনি রাই সুন্দরীর দাদা আদিত্য রাই।
আরও পড়ুন: লোকে বলে, রূপরেখা নাকি অরিজিতের ১ম বউ! আসলে কাকে বিয়ে করেন ফেম গুরুকুলের বিজেতা?
প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য। অমিতাভ বচ্চনের বাংলো প্রতীক্ষা-এ গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০১১ সালের ১৬ নভেম্বর তাঁদের কোল আলো করে আসে মেয়ে আরাধ্যা। মাঝে তাঁদের দাম্পত্য নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জন, যদিও অমিতাভ-পুত্র তা নস্যাৎ করে দেন।
আরও পড়ুন: গ্লাসের হ্যান্ডব্যাগে জীবন্ত মাছ! ফিল্মফেয়ারে মনামীকে দেখে 'উরফি' বলল নেটপাড়া
কাজের সূত্রে ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের 'পোন্নিয়িন সেলভান: পার্ট টু'তে। এই ছবির জন্য তিনি দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ) শ্রেষ্ঠ প্রধান চরিত্রের (সমালোচক) পুরস্কার পেয়েছিলেন। মণি রত্নম পরিচালিত এই ঐতিহাসিক অ্যাকশন ড্রামাটি ২০২৩ সালে মুক্তি পেয়েছিল।
ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছিলেন বিক্রম, রবি মোহন, কার্তি, তৃষা কৃষ্ণন, জয়রাম, প্রভু, আর শরৎকুমার, শোভিতা ধুলিপালা এবং ঐশ্বর্য লক্ষ্মী প্রমুখ। ঐশ্বর্য এখনও তাঁর পরবর্তী কোনও কাজের ঘোষণা করেননি।